বাইকবাহিনী টপকাবে সীমান্ত! মোটরসাইকেল নিয়ে ভারত দখলের দাবি পাকিস্তানি গভর্নরের

Published on:

Pakistani Governor Threats India Viral Statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডিসেম্বরে কলকাতা দখলের হুশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা! এবার সেই একই পথে হেঁটে নিজেদের মূর্খতার প্রমাণ দিল পাকিস্তানও! সম্প্রতি, পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি করাচির বাইক বাহিনী নিয়ে ভারত দখল করার হুমকি দিয়েছেন। তাঁর বক্তব্য, ভারত যদি ফের পাকিস্তানে হামলা চালায়, তাহলে 40 লাখ করাচিবাসী বাইক নিয়ে ভারতে ঢুকে যাবে।

দিনে দুপুরে স্বপ্ন দেখছে পাকিস্তান!

সম্প্রতি করাচির গভর্নর হাউস থেকে একটি বাইক র‍্যালি করেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর কামরান। সেই র‍্যালি শুরুর আগেই ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সিন্ধুর গভর্নর জানান, আমি ভারতীয়দের বলতে চাই, আমাদের শহর করাচিতে 50 লাখেরও বেশি মানুষের মোটরসাইকেল রয়েছে।

তাই এরপর ফের ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায়, তাহলে এই 40 লাখ বাইকচালক বাইক নিয়ে তোমাদের দেশ, ভারতে ঢুকে পড়বে। যদিও কামারানের এমন বক্তব্যের পরই হাসির রোল পড়ে গিয়েছে ভারতীয়দের মধ্যে!

অনেকেই বলছেন, নিজের দেশে লড়াই থামাতে পারেনা আবার ভারতে ঢুকবে.. কেউ কেউ আবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলছেন, ওরাও মুখে বড় বড় বাতেলা ঝেরেছিল.. এরাও ঝারছে.. সবমিলিয়ে কামরানের বক্তব্য ঘিরে বেশ গরম নেটপাড়া।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

 

অবশ্যই পড়ুন: ভূপাতিত করা হয়েছে ৬টি পাক যুদ্ধবিমান! ৩ মাস পর পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসেব দিল IAF

উল্লেখ্য, গত মে মাসে ভারত-পাক সংঘাতের প্রায় তিন মাস পর গতকাল বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং দাবি করেছিলেন, সংঘর্ষ চলাকালীন ভারত পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও 1টি বৃহৎ বিমান ভূুপাতিত করেছিল। তবে IAF পাকিস্তানের ক্ষয়ক্ষতির তথ্য দিলেও তা মানতে নারাজ পাক প্রতিরক্ষা মন্ত্রী। তাঁর দাবি, মিথ্যা দাবি করছে ভারত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥