সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের ধনকুবেরদের তালিকায় আবারো বিরাট পরিবর্তন। হ্যাঁ, একসময় শীর্ষ 20 থেকে ছিটকে পড়ে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) আবারো শীর্ষস্থানে ফিরে এসেছেন। সোমবার দেশের শেয়ারবাজারে বিরাট উত্থানে তাঁর সম্পদ, মর্যাদা দুটোই বেড়ে গেল।
শেয়ারবাজারে ভাগ্য ফিরল আদানির
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এদিন একদিনেই 5.74 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ বৃদ্ধি পেয়েছে গৌতম আদানির। হ্যাঁ, এর ফলে বিশ্বের ধনকুবেরদের ব্লুমার্গ বিলিয়নের ইনডেক্সে তিনি 4 ধাপ উপরে উঠে 20 তম স্থানে পৌঁছে গিয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ 79.7 বিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে ভারতের এবং এশিয়ার সবথেকে বড় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি শেয়ার বাজারের জোয়ারে বিরাট সুবিধা লাভ করেছেন। হ্যাঁ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়াতে তার 1.4 বিলিয়ন ডলার আয় বেড়েছে। বর্তমানে আম্বানি 18 তম স্থানে রয়েছেন এবং 100 বিলিয়ন ডলারের ক্লাবের মাত্র 0.5 বিলিয়ন ডলার দূরে রয়েছেন তিনি। কারণ তাঁর মোট সম্পদের পরিমাণ এখন 99.5 বিলিয়ন মার্কিন ডলার।
Billionaire Gautam Adani Back In World’s Top 20 Richest List https://t.co/SgishY4phM pic.twitter.com/PFteVzeOsT
— NDTV (@ndtv) August 12, 2025
এলন মাস্ক কোথায়?
তবে বিশ্বের শীর্ষ ধনী এলেন মাস্ক সোমবার এক লাফে 6.69 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিজের ঝুলিতে যুক্ত করেছেন। এখন তার মোট সম্পদ দাড়িয়েছে 378 বিলিয়ন মার্কিন ডলার, যা তাকে শীর্ষস্থান ধরে রাখতে আরো বেশি সাহায্য করছে।
এমনকি এর ঠিক পেছনেই রয়েছেন ল্যারি এলিসন। বছরের সর্বোচ্চ আয়কারী এই ব্যক্তি, যার সম্পদ বর্তমানে 305 বিলিয়ন মার্কিন ডলার। কারণ এই বছরেই তার 113 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ বৃদ্ধি পেয়েছে। তবে মাস্কের কাছ থেকে মুকুট কেড়ে নিতেও তাঁর যে এখনো অনেকটাই লড়াই করতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ War 2, রজনীকান্তকে পেছনে ফেলল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’, কী হয়েছে জানেন?
ধনীদের বর্তমান র্যাঙ্কিং
ব্লুমবার্গ ইনডেক্স অনুযায়ী বর্তমানে ধনীদের তালিকা ঠিক এরকম—
- এলন মাস্ক, যার সম্পদের পরিমাণ 378 বিলিয়ন মার্কিন ডলার।
- ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ 305 বিলিয়ন মার্কিন ডলার।
- মার্ক জুকারবার্গ, যার সম্পদের পরিমাণ 269 বিলিয়ন মার্কিন ডলার।
- জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ 243 বিলিয়ন মার্কিন ডলার।
- ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ 180 বিলিয়ন মার্কিন ডলার
- স্টিভ বালমার, যার সম্পদের পরিমাণ 189 বিলিয়ন মার্কিন ডলার।
- সের্গেই ব্রিন, যার সম্পদের পরিমাণ 168 বিলিয়ন মার্কিন ডলার।
- জেনসেন হুয়াং, যার সম্পদের পরিমাণ 158 বিলিয়ন মার্কিন ডলার।
- বার্নার্ড আরনল্ট, যার সম্পদের পরিমাণ 151 বিলিয়ন মার্কিন ডলার।
- মাইকেল ডেল, যার সম্পদের পরিমাণ 141 বিলিয়ন মার্কিন ডলার।
তবে বিশেষজ্ঞরা মনে করছে, এশিয়ার দুই শীর্ষ ধনকুবের আম্বানি এবং আদানি যেভাবে শেয়ারবাজারে চমক দেখাচ্ছে, তাতে আগামী মাসগুলিতে এই র্যাঙ্কিং-এ বিরাট পরিবর্তন দেখা দিতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |