পুরুলিয়ার রেললাইনে পরপর তিন দেহ! অবশেষে হত্যাকাণ্ডের রহস্যভেদ, গ্রেফতার দুই

Published:

purulia murder case
Follow

সহেলি মিত্র, কলকাতা: পুরুলিয়া হত্যাকাণ্ডে (Purulia Murder Case) চাঞ্চল্যকর মোড়। সম্প্রতি পুরুলিয়া জেলায় বিবাহ বহির্ভূত সম্পর্কের বিরোধ ভয়াবহ রূপ নেয়। এখানে এক মহিলা, তার নাবালিকা বোন এবং ৮ বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করে তাদের মৃতদেহ রেললাইনের উপর ফেলে দেওয়া হয় যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয়। রবিবার গভীর রাতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের মুড়ি-চান্ডিল সেকশনের সুইসা রেলস্টেশনের কাছে রেললাইন থেকে এই তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অবশেষে দুজনকে গ্রেফতার করল পুলিশ।

পুরুলিয়ায় রোমহর্ষক হত্যাকাণ্ড

পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন কাজল মাছুয়ার (২৫), তার বোন রাধা মাছুয়ার (১৩) এবং মেয়ে রাখি মাছুয়ার (৮)। পুলিশ জানিয়েছে, তাদের দেহে ট্রেনে কাটা পড়ার কোনও চিহ্ন পাওয়া যায়নি। রাধার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং কাজলের মুখে পেরেকের চিহ্ন রয়েছে।স্থনিয় রিপোর্ট অনুযায়ী, ৪৮ ঘন্টার মধ্যে জিআরপি এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে পুলিশ মহিলার প্রেমিক বাবুজান মোমিন (৪৫) এবং তার বন্ধু বিজয় মাছুয়ার (১৮) কে গ্রেফতার করে।

বাবুজান ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসাওয়ান জেলার বাসিন্দা এবং বাঘমুন্ডির জিলিং গ্রামে একটি ইটভাটা চালান। পুলিশি তদন্তে উঠে এসেছে যায়, কাজল সেখানে শ্রমিকের কাজ করত এবং এই সময়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়, এরপর বাবুজান কাজলকে খুন করার পরিকল্পনা করে।

আরও পড়ুনঃ ‘ননদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্বামীর!’ প্রতিবাদ করায় ভয়ঙ্কর পরিণতি হাওড়ার গৃহবধূর

গ্রেফতার ২

ঘটনার দিন কাজলের বোন ও মেয়ে তার সাথে উপস্থিত ছিলেন, যার কারণে তিনজনকেই হত্যা করে তাদের মৃতদেহ রেললাইনে ফেলে দেওয়া হয়েছিল। মূলত প্রমাণ লোপাটের জন্য তিনজনের দেহ রেল লাইনে ফেলে দেওয়া হয়। পুলিশ উভয় অভিযুক্তকে আদালতে হাজির করে তাদের রিমান্ড দাবি করেছে।

আরওPurulia
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join