চেহারার মিল থাকতেই পারে, তবে প্লাজা হওয়া সহজ নয়! আত্মসম্ভ্রম ইস্টবেঙ্গল প্রাক্তনীর

Published on:

Ex East Bengal Player Willis Plaza On Hamid Ahadad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে প্রভাব রয়েছে আমার। প্লাজা হওয়া সহজ কথা নয়! সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ঠিক এই কথাগুলোই বলেছিলেন, প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার সুনীল নারীনের ছেলেবেলার বন্ধু উইলিস প্লাজা। কিন্তু কেন হঠাৎ নিজের গুণগান?

আসলে, ইস্টবেঙ্গল শিবিরে মরোক্কোন ফুটবলার হামিদ আহদাদের পা পড়তেই লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশ তাঁকে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার উইলিস প্লাজার সাথে তুলনা করছেন। শুধু তাই নয়, ছবির কোলাজ বানিয়ে সমর্থকরা লিখছেন, অতীত ফিরে এসেছে। এবার সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রতিক্রিয়া দিলেন ত্রিনিদাদীয় ফুটবলার।

নিজের জায়গা বোঝালেন প্লাজা

একটা সময় ছিল, যখন ময়দানে ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলেই গ্যালারি জুড়ে আওয়াজ উঠত, ছাঁকা তেলে ইলিশ ভাজা, গোল করবেন উইলিস প্লাজা। এবার সেই প্লাজার সাথেই ইস্টবেঙ্গলের বর্তমান তারকা হামিদ আহদাদের মুখের মিল খুঁজে পাচ্ছেন লাল হলুদ সমর্থকরা।

আর সে প্রসঙ্গেই সাংবাদিকরা লাল হলুদ প্রাক্তনীকে হামিদের সাথে তাঁর তুলনা নিয়ে প্রশ্ন করতেই, প্লাজা বলে বসেন, তাহলেই বুঝুন! আমাকে আজও ভোলেননি সমর্থকরা। তাঁরা এখনও আমায় ভালবাসে। এরপরই হামিদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্লাজা জানান, হামিদ আহদাদের সঙ্গে আমার চেহারার মিল থাকাটা খুবই স্বাভাবিক বিষয়। এটা হতেই পারে। তবে খেলার ধরনে পার্থক্য রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এদিন ইস্টবেঙ্গল প্রসঙ্গে নানান মন্তব্য করার পাশাপাশি উইলিস একেবারে স্পষ্ট জানিয়ে দেন, হামিদের সাথে আমার চেহারা নিয়ে তুলনা করা যেতেই পারে! যদিও আমি দ্রুতগতির প্লেয়ার ছিলাম। বল নিয়ে দ্রুত গতিতে ছুটতে পারতাম। গোল করতাম! ভারতীয় ফুটবলে আমার প্রভাব রয়েছে। প্লাজা হওয়াটা সহজ কথা নয়। সবশেষে, ইস্টবেঙ্গল তারকা হামিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন প্লাজা। শুভেচ্ছা জানান পুরনো দল ইস্টবেঙ্গলকেও।

অবশ্যই পড়ুন: দলবেঁধে তৃণমূল বিধায়ককে এলাকা ছাড়া করলেন গ্রামবাসীর! জনতার রোষের মুখে সাবিত্রী মিত্র

উল্লেখ্য, ইস্টবেঙ্গল ছেড়েছেন বহুদিন। এখন প্লাজার ঠিকানা কোথায়, তা জানতে উৎসুক অনেকেই। সেই সূত্রে বলি, এই মুহূর্তে ত্রিনিদাদ ফুটবলারের ঠিকানা বস্টন। সেখানেই ভালেও এফসি নামক এক ক্লাবে প্লেয়ার ওরফে কোচ হিসেবে যুক্ত রয়েছেন তিনি। তবে খেলার পাশাপাশি কনস্ট্রাকশনের ব্যবসাও রয়েছে উইলিস প্লাজার। আর সেসব নিয়েই এখন দিন কাটছে তাঁর। তবে ব্যস্ত জীবনের মাঝেও ভারতীয় ফুটবলের খোঁজ খবর রাখেন তিনি! এই যে আগামী 17 আগস্ট ইস্ট বনাম মোহনের ডুরান্ড ডার্বি, তাও নাকি প্লাজার জানতে বাকি নেই!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥