অনলাইন পেমেন্টের নিয়ম বদলে ফেলল SBI, আজ থেকে লাগবে অতিরিক্ত টাকা

Published on:

SBI IMPS Transfer Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে টাকা লেনদেন করার ক্ষেত্রে একাধিক ব্যাঙ্ক নানারকম নিয়ম জারি করেছে, অর্থাৎ একেক ব্যাঙ্কের একেক নিয়ম। বাদ যায়নি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। সম্প্রতি এই ব্যাঙ্কও অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম বদল করেছে। জানা গিয়েছে আজ অর্থাৎ ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হতে চলেছে সেই পরিবর্তনগুলি। মূলত ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা IMPS-এর লেনদেনের উপর চার্জ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ম কর্পোরেট গ্রাহকদের জন্য আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে।

IMPS কী?

সাধারণত অনলাইনে দ্রুত টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহকরা IMPS পদ্ধতি ব্যবহার করে থাকে, যা ২৪ ঘন্টা উপলব্ধ। এই পরিষেবাটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI দ্বারা সরবরাহ করা হয়। প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যেতে পারে কিন্তু এখন এই নতুন পরিবর্তনের ফলে আরও বড় সুবিধা হতে চলেছে গ্রাহকদের। বড় লেনদেনের ক্ষেত্রে এখন খুব কম চার্জ দিতে হবে এবং ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এই চার্জ দিতে হবে না বলেই জানিয়েছে SBI। সেক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না বলেই জানিয়েছে ব্যাঙ্ক। একনজরে দেখে নেওয়া যাক কত লেনদেনের ক্ষেত্রে কত চার্জ দিতে হবে।

IMPS লেনদেনের ক্ষেত্রে SBI এর নয়া নিয়ম

ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী SBI অনলাইনে করা IMPS লেনদেনের জন্য একদিকে যেমন নতুন কিছু স্ল্যাব তৈরি করেছে, ঠিক তেমনই আবার পুরনো কিছু নিয়ম বহাল রাখা হয়েছে। প্রথমত, ২৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন করার ক্ষেত্রে অনলাইন ব্যবহারকারীদের কোনো চার্জ দিতে হবে না। ২৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে অনলাইন ব্যবহারকারীদের ২ টাকা এবং GST ফি চার্জ করা হবে। আবার ১,০০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ৬ টাকা এবং GST ফি চার্জ করা হবে। এবং ২,০০,০০০ থেকে ৫,০০,০০০ পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা + GST ফি চার্জ করা হবে। মনে রাখবেন এই নিয়ম কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রযোজ্য।

আরও পড়ুন: ব্রহ্মসের থেকেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র আসছে ভারতীয় অস্ত্রাগারে

ব্যাঙ্কের শাখা থেকে টাকা ট্রান্সফারের নিয়ম

অনেক গ্রাহককে দেখা যায় ইন্টারনেট ব্যাঙ্কিং না করে স্টেট ব্যাঙ্কের শাখা থেকে টাকা পাঠান, সেক্ষেত্রেও অন্য নিয়ম রয়েছে ব্যাঙ্কের। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ১০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না গ্রাহককে। আবার ১০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ২ টাকা চার্জ। এরপর ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ৪ টাকা। এবং ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ পর্যন্ত লেনদেনে রয়েছে ৬ টাকা চার্জ। এছাড়াও ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে ১২ টাকা চার্জ, ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে রয়েছে ২০ টাকা চার্জ। তার সঙ্গে যুক্ত হবে GST। অর্থাৎ আগে যা নিয়ম থাকবে, তাই চলবে। SBI পরিষেবা এই চার্জে কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥