সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় পরিবারগুলি চাহিদার কথা মাথায় রেখে এবার নির্ভরযোগ্য ইঞ্জিন, দুর্দান্ত মাইলেজ ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি Honda Activa 7G খুব শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে যে আগামী অক্টোবর মাসের মধ্যেই এই নতুন স্কুটার লঞ্চ হবে। তবে কী থাকছে এর বিশেষ ফিচার? দামই বা কত হবে? বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।
শক্তিশালী ইঞ্জিন এবং দুর্দান্ত মাইলেজ
জানা গিয়েছে, Honda Activa 7G-তে এবার থাকতে পারে 109.51cc ফ্যান-কুলড, 4-স্ট্রোক SI ইঞ্জিন, যা কিনা 7.4 PS পাওয়ার এবং 8.90 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। আর PGM-Fi ফুয়েল ইনজেকশন প্রযুক্তির কারণে এই গাড়ির মাইলেজ হতে পারে প্রায় 66 কিলোমিটার প্রতি লিটার, যা কল্পনারও বাইরে। পাশাপাশি উন্নত স্মার্ট পাওয়ার টেকনোলজি থাকার ফলে পারফরম্যান্সের দিক থেকে জ্বালানিও বেশ সাশ্রয় হবে।
সাসপেনশন ও অন্যান্য ফিচার
বলে রাখি, যেকোনো রাস্তায় আরামদায়ক রাইড দিতে প্রস্তুত এই Honda Activa 7G। হ্যাঁ, এতে থাকছে সামনের দিকে টেলিস্কোপিং সাসপেনশন, আর পিছনের দিকে 3-লেভেল সাসপেনশন। পাশাপাশি ব্রেকিং-এর জন্য রয়েছে কম্বিনেশন ব্রেকিং সিস্টেম। সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক।
তবে প্রযুক্তি ও আরামের দিক থেকে Honda Activa 7G আনছে বেশ কিছু স্মার্ট ফিচার। হ্যাঁ, এই গাড়িতে থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ও স্পিডোমিটার, 21 লিটারের আন্ডার সিট স্টোরেজ, এলইডি হেডলাইট, ইউএসবি চার্জিং পোর্ট, পুশ স্টার্ট বাটন এবং ডিজিটাল ওডোমিটার।
আরও পড়ুনঃ চিন-আমেরিকা দ্বন্দের মাঝে মোদির মোক্ষম চাল! এবার ভারতেই তৈরি হবে সেমিকন্ডাক্টর চিপ
সম্ভাব্য দাম কত হতে পারে?
বেশ কয়েকটি সূত্র মারফৎ খবর, Honda Activa 7G-এর এক্স শোরুম প্রাইস শুরু হতে পারে মাত্র 79,000 টাকা থেকে। আর ফাইন্যান্সে কিনতে চাইলে মাত্র 15,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ইএমআই দিয়ে শোধ করা যাবে। তাই যদি বাজেটের মধ্যে সাশ্রয়ী এবং উন্নত পারফরম্যান্স ও হাই মাইলেজের কোনো স্কুটার খুঁজে থাকেন, তাহলে এটির জন্য অপেক্ষা করে যাওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।