সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই এবার ঋণগ্রহীতাদের ঝটকা দিল। হ্যাঁ, 2025 সালের 1 আগস্ট থেকে নতুন সুদের হার (SBI Interest Rate) কার্যকর হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এবার হোম লোনের উপর সুদের সীমা 25 বেসিস পয়েন্ট অর্থাৎ 0.25% বাড়ানো হয়েছে। আর এর ফলে ঋণগ্রহীতাদের যে ইএমআই অনেকটাই বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
নতুন সুদের হার কত হল?
স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী—
- হোম লোনের ক্ষেত্রে 7.50% থেকে সুদ বাড়িয়ে 8.70% করা হয়েছে।
- হোম লোন ম্যাক্সগেইনের ক্ষেত্রে 7.50% থেকে সুদ বাড়িয়ে 8.95% করা হয়েছে।
- টপ আপ লোনের ক্ষেত্রে 8% থেকে 10.75% করা হয়েছে।
- টপ আপ ম্যাক্সগেইন লোনের ক্ষেত্রে 8.5% থেকে 9.45% করা হয়েছে।
- লোন এগেইনস প্রপার্টির ক্ষেত্রে 9.2% থেকে 10.75% করা হয়েছে।
- রিভার্স ব্রডগেজ লোনের ক্ষেত্রে 10.55% সুদ রাখা হয়েছে।
- YONO ইন্সটা হোম টপ-আপ লোনের ক্ষেত্রে 8.35% করা হয়েছে।
তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, সুদের হার শুধুমাত্র গ্রাহকদের সিভিল স্কোর এবং ক্রেডিট প্রোফাইলের উপরে নির্ভর করবে। বর্তমানে স্টেট ব্যাঙ্কের সমস্ত হোম লোন, EBLR-এর সঙ্গে যুক্ত, যা এখন মোটামুটি 8.15%-এ দাঁড়িয়েছে।
কেন সুদের হার বাড়াল এসবিআই?
উল্লেখ্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2025 সালের আগস্ট মুদ্রানীতির বৈঠকে রেপো রেট 5.55%-এ অপরিবর্তত রেখেছে। এর ফলে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, ক্রমবর্ধমান চাহিদা আর বাজার পরিস্থিতির কারণেই ঋণ প্রদানের খরচ সামলাতে এসবিআই এই পথ পদক্ষেপের পথে হেঁটেছে।
আরও পড়ুনঃ বাংলায় কবে শুরু হচ্ছে SIR? জানিয়ে দিল নির্বাচন কমিশনার
প্রসঙ্গত, এই নতুন সুদের হার সরাসরি প্রভাব ফেলবে তাদের উপরেই, যারা সুদের উপরের সীমার হারে ঋণ নিচ্ছে। হ্যাঁ, ইএমআই সামান্য হলেও বাড়বে। তাই এখন হোম লোন কিংবা অন্য কোনো লোন নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোর একটু ভালো রাখাই ভালো। আর ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আগাম পরিকল্পনা করেই লোন নেওয়ার পথে হাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।