ওয়েবসাইটে স্পষ্ট লেখা ‘অযোগ্য’! SSC-র অ্যাডমিট ডাউনলোড করতে পারলেন না শতাধিক আবেদনকারী

Published:

WBSSC
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: মাস পেরোলেই শুরু হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। এমতাবস্থায় শুরু হয়েছে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া, কিন্তু তাতেই এবার মহা গণ্ডগোলের মুখে পড়ল চাকরিপ্রার্থীরা, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়েই বাঁধা পাচ্ছেন বারংবার। স্ক্রিনের উপর স্পষ্ট ভেসে উঠেছে টেন্টেড বা ‘অযোগ্য’’ লেখা।

ঘটনাটি কী?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার অর্থাৎ ১৪ আগস্ট, ৫ লক্ষ ৮৩ হাজার মতো আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড আপলোড করেছে SSC। কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা SSC-র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাওয়ার সময় ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে কয়েকজনকে। আসলে কয়েকদিন আগে হাইকোর্টে নতুন আবেদনকারীদের মধ্যে ১৮০ জন অযোগ্য রয়েছে বলে জানিয়েছিল SSC। তালিকা থেকে তাঁদের বাদও দেওয়া হয়। এদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অভিযোগ অযোগ্যরা অনেকই পুরনো বিবরণ ও অভিজ্ঞতা এড়িয়ে নতুন আবেদন করেছিল। কিন্তু এসএসসি এমন ১৮০ জনকে চিহ্নিত করতে পারলেও সকলকে পারেনি।

জালিয়াতির আশঙ্কা অ্যাডমিট কার্ডে!

তবে যাঁদের SSC চিহ্নিত করতে পারেনি তাঁরাই এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে মহা সমস্যায় পড়েছেন। তাই এ প্রসঙ্গে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকার অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, ‘‘এসএসসি তড়িঘড়ি মৃতদেহকে সমাধিস্থ করতে পরীক্ষা নিতে চাইছে। তাই এই তাড়াহুড়ো করে নিয়োগ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।” শুধু তাই নয় এমনকি যে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তাতেও জালিয়াতির আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে অ্যাডমিট কার্ড যেখানে দেওয়া হচ্ছে সেখানে আবেদনকারী পরীক্ষার্থীদের সই করার জায়গা নেই এবং ইনভিজিলেটরদের সই করানোর জায়গা নেই।

এদিকে SSC তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে এখন‌ও ‘অযোগ্য’দের চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ হয়নি। জানা গিয়েছে আইন-বিধি এবং আদালতের রায় মেনে ভেরিফিকেশনের মাধ্যমে পরবর্তী কাউন্সেলিং পর্যন্ত ‘যোগ্যতা’ যাচাই চলবে। তার উপর পরের মাসেই শুরু পরীক্ষা। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে। দু’টি পরীক্ষা মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন। নবান্নে তরফে জেলাশাসকদের ইতিমধ্যেই পরীক্ষা প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার দিন বা তার আগের দিনে কী কী করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

আরও পড়ুন: ভিন্ন ধর্মে বিয়ে, যুবকের পরিবারের উপর হামলা মেয়ের আত্মীয়দের! দেওয়া হল ধর্ষণের হুমকিও

উল্লেখ্য, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এদের মধ্যে ১৭,২০৬ জন শিক্ষক শিক্ষিকা। যার মধ্যে ১৫ হাজার ৪০৩ জনকে ‘যোগ্য’ বলে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ প্রায় ১৮০০ চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড খারিজের পথে হাঁটছে এসএসসি। তবে কি ১৮০ জন অযোগ্য প্রার্থীর পরেও এখনও শিক্ষক নিয়োগের আবেদনকারীদের মধ্যে রয়ে গিয়েছে অযোগ্যরা?

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join