মাস গেলে মিলবে ২.৫ লক্ষ টাকা পেনশন! অবসরকালের জন্য বিনিয়োগের সেরা ঠিকানা

Published:

Investment
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: অবসর জীবন নিয়ে দুশ্চিন্তা সবাই করে থাকে। অনেকেই ভাবে, সরকারি পেনশন কিংবা পিএফ দিয়েই জীবন কাটাতে হয়। তবে আমরা যদি বলি, মাসে মাত্র 15 হাজার টাকা বিনিয়োগ (Investment) করেই আপনি অবসরের পর প্রতি মাসে 2.5 লক্ষ টাকা পেনশন পাবেন তাহলে কেমন হয়? অবিশ্বাস্য মনে হলেও একেবারে সত্যি। তবে কোথায় করবেন বিনিয়োগ? চলুন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

কীভাবে সম্ভব এই মেগা পেনশন?

আসলে এই পরিকল্পনার মূল ভিত রয়েছে SIP এবং SWP-র হাতে। চাকরিজীবন থেকেই ধীরে ধীরে মোটা অংকের ফান্ড গড়ে তোলা যায় SIP -এর মাধ্যমে। আর SWP সেই ফান্ডকে অবসরের পর নিয়মিত আয়ের উৎসে পরিণত করে দেয়।

ছোট সঞ্চয় থেকেই মোটা অংকের ফান্ড

ধরুন, আপনি চাকরি জীবনে শুরু থেকে প্রতি মাসে 15,000 টাকা করে SIP করলেন। এবার SIP-তে গড়ে মোটামুটি 12% রিটার্ন পাওয়া যায়। সেই সূত্র ধরে 30 বছরে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে 54 লক্ষ টাকা এবং এক্ষেত্রে সুদ ও রিটার্ন মিলিয়ে মোট 4.08 কোটি টাকা লাভ হবে। ফলে মোট ফান্ড দাঁড়াবে প্রায় 4.62 কোটি টাকা। হ্যাঁ, প্রতিমাসে সামান্য সঞ্চয়ই আপনাকে কোটি রাখার ফান্ড করে তুলে দেবে। 

তবে অবসরের পর সেই ফান্ডকে SWP-তে রাখলেই শুরু হয় আসল ম্যাজিক। যদি আপনি 4.62 কোটি টাকা SWP-তে রাখেন, তাহলে বছরে 9% হারে রিটার্ন পাবেন। সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 2.5 লক্ষ টাকা হামেশাই আয় হবে। জানলে চমকে উঠবেন, এভাবে 20 বছর ধরে প্রতি মাসে 2.5 লক্ষ টাকা তুললেও মোট 7.2 কোটি টাকা তুলতে পারবেন। তবুও আপনার ফান্ডে প্রায় 7.58 কোটি টাকা থেকে যাবে।

আরও পড়ুনঃ বাদ শ্রেয়স আইয়ার, অধিনায়ক সূর্য, বড় দায়িত্বে শুভমন! এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা BCCI-র

তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে মুদ্রাস্ফীতির সঙ্গে সবাই লড়াই করছে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ছে, সেখানে দাঁড়িয়ে মাসে মাত্র 15 হাজার টাকার বিনিয়োগ করলেই অবসর জীবন নিয়ে চিন্তামুক্ত হচ্ছে। হ্যাঁ, এটাই SIP-এর ম্যাজিক। তাই অবসরের পর যদি নিয়মিত আয় নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজই এই স্ট্র্যাটেজি ফলো করুন এবং চিন্তামুক্ত হন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join