বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেন মানেই যা খুশি নিয়ে উঠে পড়া যায়.. লাগেজ বা ব্যাগের ওজন যতই হোক না কেন ট্রেনে অন্তত বিমানের মতো আলাদা করে ওজন করাতে হবে না! এতদিন যাত্রীদের এমন ধারণা থাকলেও এবার থেকে সেই ধারণা বদলে ফেলতে হবে।
ভারতীয় রেল বলছে, এবার ফ্লাইটের মতোই ট্রেনের ক্ষেত্রেও লাগু হতে চলেছে লাগেজের ওয়েট লিমিট বা মালপওরের ওজনের সীমা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই যাত্রীদের লাগেজের ক্ষেত্রে কঠিন নীতি চালু করতে চলেছে ভারতীয় রেল। যার জেরে, নির্দিষ্ট ওজন বা আকারের বেশি লাগেজ নিয়ে উঠতে পারবেন না যাত্রীরা। আর তা হলে বিমানের মতোই অতিরিক্ত ফাইন দিতে হতে পারে ভারতীয় রেলের যাত্রীদের।
ট্রেনের ক্ষেত্রেও লাগু হতে চলল লাগেজের ওয়েট লিমিট
রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে ভারতীয় রেলের একাধিক স্টেশনে বসানো হবে ইলেকট্রনিক মেশিন। সেই মেশিন দিয়ে এয়ারপোর্টের মতো ওজন করা হবে ট্রেন যাত্রীদের লাগেজ।
রেল সূত্রে যা খবর, মূলত যাত্রীদের টিকিটের শ্রেণী অনুযায়ী এই ওজন লিমিট ঠিক করা হবে। সূত্রের খবর, জেনারেল ক্লাসের টিকিটের তুলনায় স্লিপার বা থার্ড এসির যাত্রীরা ট্রেনে বেশি ওজনের লাগেজ নিয়ে যাতায়াত করতে পারবেন।
কোন টিকিটের জন্য কত ওজন ধার্য?
রিপোর্ট বলছে, ভারতীয় রেলের জেনারেল ক্লাসের টিকিটে একজন যাত্রী সর্বোচ্চ 35 কেজি ওজনের লাগেজ নিয়ে ট্রেনে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে যদি দুজন হন তবে 35 কেজি করে দুটি টিকেটে 70 কেজি ওজনের লাগেজ বহন করা যেতে পারে।
তবে এই একই নিয়মটা স্লিপার বা থার্ড এসি টিকিটের ক্ষেত্রে একটু ভিন্ন। ওই রিপোর্ট বলছে, একজন যাত্রী স্লিপার ক্লাসের টিকিট কেটে ট্রেনে করে সর্বোচ্চ 40 কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন। অন্যদিকে থার্ড এসির ক্ষেত্রে লাগেজের ওয়েট লিমিট থাকবে 50 কেজি পর্যন্ত। অর্থাৎ এর বেশি বহন করলে ফাইন গুনতে হবে যাত্রীদের। যদিও ভারতীয় রেলের ফাস্ট এসির নিয়মে একজন যাত্রী সর্বাধিক 70 কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন।
অবশ্যই পড়ুন: বাদ শ্রেয়স আইয়ার, অধিনায়ক সূর্য, বড় দায়িত্বে শুভমন! এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা BCCI-র
উল্লেখ্য, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ভারতীয় রেলের লাগেজ লিমিট সংক্রান্ত এই নিয়ম প্রাথমিকভাবে প্রয়াগরাজ জোনে লাগু হবে। অর্থাৎ এই জোনে প্রথমবারের মতো নির্ধারিত ওয়েটের মধ্যে লাগেজ বহনের নিয়ম চালু করবে ভারতীয় রেল। এরপর নিয়ম মেনে ধীরে ধীরে গোটা দেশে চালু হয়ে যাবে ভারতীয় রেলের লাগেজ লিমিটের নিয়ম।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |