বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর আগেই চরম সুখবর। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এবার হাওড়া ডিভিশনে চালু হচ্ছে একজোড়া নতুন লোকাল ট্রেন। ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 22 আগস্ট থেকে বর্ধমান ও কাটোয়ার মধ্যে দুটি নতুন EMU লোকাল (Bardhaman Katwa EMU Local) চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। যার জেরে যাত্রীদের কষ্টটা অনেকটাই কমবে বলেই আশা করা যায়।
এক জোড়া নতুন লোকালের সময়সূচী
ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 22 আগস্ট, শুক্রবার থেকে বর্ধমান এবং কাটোয়ার মধ্যে চালু হতে যাওয়া নতুন লোকাল ট্রেন কাটোয়া থেকে দুপুর 1টা বেজে 50 মিনিটে ছেড়ে সমস্ত স্টপেজে দাঁড়িয়ে বিকেল 3টে বেজে 10 মিনিটে বর্ধমান স্টেশনে পৌঁছবে।
একইভাবে বর্ধমান থেকে ওই লোকালটি বিকেল 4টের সময় ছেড়ে প্রত্যেক স্টেশনে দাঁড়িয়ে বিকেল 5টা বেজে 20 মিনিট নাগাদ কাটোয়া স্টেশনে পৌঁছবে। বিশেষজ্ঞদের মতে, কাটোয়া থেকে বর্ধমান আবার বর্ধমান থেকে কাটোয়া লাইনে এই দুই নতুন লোকাল যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমাবে।
সত্যিই কী সুবিধা হবে যাত্রীদের?
নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে হাওরা ডিভিশনে চালু হতে যাওয়া দুটি নতুন লোকাল ট্রেন দীর্ঘ বহু বছরের সমস্যার সমাধান করবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের একাংশের দাবি, বিশেষ করে বর্ধমান থেকে কাটোয়াগামী ট্রেনে এতদিন ভিড়ে ঠাসাঠাসি করে কোনও মতে যাতায়াত করতে হয়েছে। দুটি নতুন লোকাল চালু হওয়ায় অতিরিক্ত ভিড়ের সমস্যা মিটবে। তাছাড়াও সময় বাঁচানোর পাশাপাশি যাতায়াতও অনেকটাই মসৃণ হবে বলেই আশা করা করছেন হাওড়া ডিভিশনের যাত্রীরা।
অবশ্যই পড়ুন: সূর্যর বিশ্বকাপ জেতানো ক্যাচের আগে বাউন্ডারি লাইন পেছনে ঠেলে দেওয়া হয়! দাবি প্রত্যক্ষদর্শী রায়ডুর
উল্লেখ্য, যাত্রীদের একাংশের দাবি এক বছর আগেই কাটোয়া থেকে বর্ধমানের মধ্যে এই নতুন মেমো লোকাল চালু হয়ে যেত। সেই মতোই দেওয়া হয়েছিল প্রপোজাল। তবে হঠাৎ হাওড়া ডিভিশনের ওই অংশে গজিয়ে ওঠা কয়েকটি গ্রুপের বাড়াবাড়ির কারণেই নতুন লোকাল পরিষেবা শুরু হতে বিলম্ব হল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |