প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ মাস পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় শুরু হয়েছে ভাদ্র মাস। আর ভাদ্র মাস মানেই শরতের আকাশ, সেক্ষেত্রে একদিকে যেমন নীল আকাশে সাদা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ঠিক তেমনই হঠাৎ ঘন কালো করে ঝমঝমিয়ে নামছে দেদার বৃষ্টি। এমতাবস্থায় নিম্নচাপ নিতে এক দারুণ আপডেট প্রকাশ্যে এল। আগামী কয়েক দিন নাকি গোটা রাজ্যেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ায় রিপোর্ট অনুযায়ী কিছুদিন আগে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল গড়ে উঠেছিল, তা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে ক্রমেই নিম্নচাপে পরিণত হয়েছে। এবং তা দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে প্রবেশ করতে চলেছে। তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কোনো রকম প্রভাব পড়বে না বলেই আশা করা যাচ্ছে। তবে নিম্নচাপের প্রভাব না থাকলেও সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে স্থলভাগে। সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখার দাপট। তাতেই আগামী সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে ধস! স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা এলাকায়
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের একাধিক জেলায় হতে চলেছে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জলপাইগুড়িতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |