আইনি নোটিশের পর নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণাল ঘোষের

Published:

Kunal Ghosh
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তকে ঘিরে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। কখনো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কখনো সিবিআই-এর। একাধিকবার সরব হয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধেই আইনি পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

হ্যাঁ, আগেই আইনি নোটিশ পাঠিয়ে সতর্ক করেছিলেন কুণাল ঘোষ। স্পষ্ট বলেছিলেন যে, চার দিনের মধ্যে যদি তিনি ক্ষমা না চান, তাহলে আদালতের দ্বারস্থ হবেন। অবশেষে সেই পদক্ষেপের পথেই হাঁটলেন তিনি। নির্যাতিতার বাবার বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল নেতা।

কুণালের এই পদক্ষেপের নেপথ্যে কারণ কী?

প্রথম থেকেই আরজি কর মামলার তদন্ত নিয়ে একাধিকবার নির্যাতিতার বাবা চড়াও হয়েছেন। তিনি অভিযোগ করেছিলেন যে, সিবিআই বোগাস তদন্ত করছে, এমনকি রাজ্য সরকার টাকা দিয়ে সিবিআই-এর তদন্তে প্রভাব ফেলছে। কুণাল ঘোষকে উদ্দেশ্য করে অভিযোগ করেছিলেন যে, তিনি নাকি ফিজিওতে গিয়ে সব সেটেল করে এসেছেন। আর এই মন্তব্যকে ঘিরেই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন তৃণমূল নেতা। কুণাল দাবি করছেন, নির্যাতিতার পরিবারের প্রতি সহমর্মিতা থাকলেও, তাঁর বাবার মিথ্যা গুজব ছড়ানো মেনে নেওয়া যাবে না।

কুণাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওরা যা মুখে আসবে তা বলে দেবে, যে যা শেখাবে তাই বলবে, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছে, তার স্পষ্ট প্রমাণ দিতে হবে। তিনি জানিয়েছেন, নোটিশ পাঠানোর পরও নির্যাতিতার বাবা ক্ষমা চাইনি। তাই বাধ্য হয়ে এবার আদালতের দ্বারস্থ হচ্ছি।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে স্বস্তি, দরপতন সোনা-রুপোর! আজকের রেট

এদিকে শুরু থেকেই মেয়ের জন্য ন্যায়বিচার চেয়েছেন নির্যাতিতার বাবা-মা। সিবিআই-এর কাজকর্মে তাদের দিনের পর দিন আস্থা নষ্ট হয়েছে। দিল্লি গিয়ে সিপিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেও তাতে সন্তুষ্ট হননি তাঁরা। তাদের বক্তব্য, তদন্তে কিছু গড়মিল হচ্ছে। সত্যি যদি সিবিআই চাইত, তাহলে এতদিন সত্যিটা বেরিয়ে আসত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join