নন্দীগ্রাম নিয়ে নয়া রণনীতি অভিষেকের, ওদিকে ভবানীপুরে সমীক্ষা চালাবেন শুভেন্দু

Published:

suvendu vs banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই সময় যেন এগিয়ে আসছে, বছর শেষ হতে নাকি আর মাত্র কয়েক মাস। তার পরেই শুরু ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল নেতৃত্বকে নিয়ে আলাদা করে বিশেষ বৈঠক করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করার মাঝেই এই প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য করেছেন অভিষেক।

ফের শিরোনামে নন্দীগ্রাম

বাংলার রাজনৈতিক চিত্রপটে এইমুহুর্তে নন্দীগ্রাম হয়ে উঠেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। কারণ ৫ বছর আগে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের কারচুপির অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ১৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও প্রকৃত জয়ী কে তাই নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছিল। রীতিমত মামলা ঝুলে রয়েছে আদালতেও। তবে ভোটের ফলাফল নিয়ে আজও শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল বলে, ‘লোডশেডিং বিরোধী দলনেতা’। যদিও চুপ থাকে না বিরোধী দলও, পাল্টা বিজেপিও কটাক্ষ করে বলে ‘কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী’। আর এমতাবস্থায় ফের শিরোনামে উঠে আসতে চলেছে নন্দীগ্রাম, কারণ বছর ঘুরলেই শুরু হতে চলেছে বিধানসভা নিবার্চন।

আলাদা বৈঠক অভিষেকের

আনন্দ বাজারের রিপোর্ট অনুযায়ী, রাজনৈতিক মহলে এই মুহুর্তে ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে জোর তোড়জোড় শুরু হয়েছে। ভোট প্রচারের ক্ষেত্রে এখনই নানা ব্যবস্থা নিতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমতাবস্থায় শুভেন্দু অধিকারীর বিশেষ তালুক নন্দীগ্রামকে কেন্দ্র করে বিধানসভার তৃণমূল নেতৃত্বকে নিয়ে আলাদা করে বৈঠক করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতায় ক্যামাক স্ট্রিটে বারাসত—তমলুক জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক। সেই সময় নন্দীগ্রামের প্রসঙ্গ উঠলে অভিষেক জানান, ওই কেন্দ্র নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন। যদিও বৈঠকটি কবে হবে, তা তিনি জানাননি।

উল্লেখ্য, আগস্টের প্রথম সপ্তাহ থেকেই সাংগঠনিক জেলা ধরে ধরে বৈঠক করে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, আর তা হল বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করা। আর তার মধ্যেই নন্দীগ্রামকে নিয়ে আলাদাই চিন্তাভাবনা করছে দল। তাই এই নিয়ে আলাদা বৈঠকের সিদ্ধান্ত অভিষেকের। যদিও এর আগে কোনও একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের নেতৃত্বকে নিয়ে আলাদা করে কোনও বৈঠক তিনি করেননি। তাই এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে নন্দীগ্রাম নিয়ে নয়া স্ট্র্যাটেজি ঠিক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ স্বাভাবিক ভাবেই ২৬-এর বিধানসভা ভোটে এই বিধানসভা কেন্দ্র দুই দলের কাছে বাড়তি গুরুত্ব পেতে চলেছে।

আরও পড়ুন: আর সহজে মিলবে না রেশন কার্ড! SIR নিয়ে জল্পনার মাঝে বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের

মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

নন্দীগ্রামকে নিয়ে শাসকদল এবং বিরোধী দলের কাড়াকাড়ির মাঝেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বিধানসভা নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ভবানীপুরে হারানোর কোথাও ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কোথায় কত ভোটার, কোন বুথে কোন দল লিড—এই সব একাধিক তথ্য জানতে সমীক্ষা করাবেন শুভেন্দু অধিকারী। তার জন্য খুব শীঘ্রই ভাবনীপুরে আলাদা কার্যালয় খুলতে পারেন বলেও শোনা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join