মুড়ি-চানাচুর, ২০০ টাকা! বৃদ্ধ বাবা-মাকে বারুইপুর স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে, মৃত্যু প্রৌঢ়ের

Published:

baruipur station viral video
Follow

সহেলি মিত্র, কলকাতা: সামাজিক মাধ্যমে বর্তমানে একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে যা দেখলে আপনিও হয়তো আঁতকে উঠবেন। কথায় আছে, কু সন্তান যদিও হয় কু মাতা কদাপি নয়, এই কথাটা যেন আবারো একবার দিনের আলোর মতো সত্যি হল। এই ভিডিও দেখার পর সকলে একটা কথা বারবার বলছেন, বাবা মা কি সত্যিই এত বোঝা হয়ে যায় এত? আসলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বারুইপুর স্টেশনে মধ্যে এক বৃদ্ধ দম্পত্তি বসে রয়েছেন। বৃদ্ধার হাতে ছোট ব্যান্ডেজ, অপরদিকে বৃদ্ধটিও খুব একটা সুস্থ নয়। অভিযোগ, এই বৃদ্ধ দম্পত্তিকে স্টেশনে রেখে দিয়ে গেছে গুণধর ছেলে। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in

বাবা-মাকে স্টেশনে ফেলে দিল ছেলে!

ভাইরাল হওয়া ভিডিও-তে দাবি করা হয়েছে, ‘এক প্যাকেট মুড়ি চানাচুর আর হাতে ২০০ টাকা ধরিয়ে বৃদ্ধ বাবা মাকে বারুইপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ফেলে দিয়ে গেছিল গুণধর ছেলে। সেখানে বাবার মৃত্যু ঘটে। যার শেষকৃত্য করে রেল ও রাজ্য পুলিশ। ভিডিওটি ১৫ই অগাস্ট সন্ধ্যে বেলার। এই প্রবীণ মানুষটি মারা গেছেন।’

ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। ভিডিওকে দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকরা। নানা জনের নানা রকমের কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘সমাজ কোথায় চলে গেছে! খুব খারাপ লাগছে।।। আমি ওই বাবা মা এর জায়গায় থাকলে, পুলিশের সাহায্য নিয়ে সাথে পুলিশ নিয়ে বাড়ি ফিরতাম, ছেলে কে পুলিশের হাতে তুলে দিয়ে ওই বাড়িতে নিজেরা থাকতাম। ওনারা বাড়ি ফেরার চেষ্টা করলেন না কেন!’

আরও পড়ুনঃ ‘লক্ষ্মীর ভান্ডার নয়, বাঁধ চাই!’ TMC সাংসদকে জুতোর মালা পরানোর হুমকি দিনহাটার মহিলাদের

অপর একজন লিখেছেন, হায় ঈশ্বর যারা আগলে রাখতে চায় তাঁদের কাছ থেকে তাড়াতাড়ি কেড়ে নাও আর যারা চায়না তাদের কাছে জীবনের শ্রেষ্ঠ ধন গচ্ছিত রেখে দাও!!! অন্য একজন লিখেছেন, এরম সন্তান হওয়ার চেয়ে বাচ্চা না হওয়া ভালো।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join