সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২০ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। লোকসভার সংশোধনী বিল, অভয়ার বাবার বিরুদ্ধে মামলা, রেখা গুপ্তার উপর হামলা, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।
১০) দুর্গাপুরের খনিতে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের
দুর্গাপুরের ইসিএলের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। হ্যাঁ, বুধবার রাতে খনির দেয়াল ভেঙে জল ঢুকে পাঁচজন শ্রমিক ভেসে গিয়েছে। উদ্ধারকার্যে নেমে চারজনকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও বিবেককুমার মাঝির মৃতদেহ উদ্ধার করা হয়। বর্তমানে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রমিক সংগঠন অভিযোগ তুলছে যে, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ফের বিভ্রাট তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প
তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প ফের থমকে গেল ভাবাদিঘি সমস্যায়। প্রায় এক দশক ধরে আটকে থাকা এই প্রকল্পে সম্প্রতি জমি-জরিপ শুরু হলেও রেল আধিকারিকরা এখানে আসলে স্থানীয়রা হাতে পোস্টার তুলে বিক্ষোভ দেখান। অভিযোগ উঠছে, ত্রিপাক্ষিক বৈঠকের প্রতিশ্রুতি রেল বা সরকার রাখেনি। এমনকি স্থানীয়রা দাবি করছে, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ বন্ধের কারণ খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটি গঠন করা হোক। উল্লেখ্য, বিকল্প পথ থাকা সত্ত্বেও কোটি টাকা খরচ করে দিঘির উপর দিয়ে রেললাইন নিয়ে যাওয়ায় বিক্ষোভ বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) নির্যাতিতার বাবার বিরুদ্ধে মামলা করল কুণাল ঘোষ
আরজি কর কান্ডের তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করার জন্য এবার অভয়ার বাবার বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন তৃণমুল নেতা কুণাল ঘোষ। এমনি আগেই তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলে জানা যাচ্ছে। আর ওই নোটিশে চার দিনের মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়। তবে নির্যাতিতার বাবা তা না করায় অবশেষে মামলার পথে হাঁটল কুণাল ঘোষ। কুণালের বক্তব্য, পরিবারের প্রতি সহমর্মিতা থাকলেও মিথ্যা গুজব ছড়ানো কোনোভাবেই সহ্য করা হবে না। আর প্রমাণ না থাকলে আদালতে জবাব দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা
দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তার উপর আজ সকালে হামলা চালিয়েছে ৪১ বছরের রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া নামের এক যুবক। জানা যাচ্ছে, তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর নিজে বাসভবনে এক শুনানের সময় এই হামলা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছে, রাজেশ প্রথমে কিছু ডকুমেন্ট দেন। তারপরেই হঠাৎ করে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি তার গালে চড় মারেন। রেখা গুপ্তা আহত হলেও বর্তমানে নিরাপদে রয়েছেন।পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই নিয়ে রাজনৈতিক মহলে জোড় শোরগোল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতে শিক্ষিকার গায়ে আগুন ধরাল যুবক
মধ্যপ্রদেশের নরসিংপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার জেরে ১৮ বছরের ছাত্র সূর্যাংশ কোছার প্রাক্তন স্কুলের শিক্ষিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ২৬ বছরের ঐ শিক্ষিকার শরীরের অনেকটা অংশই পুড়ে গেছে, তবে প্রাণহানি ঘটেনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ জানাচ্ছে, শিক্ষিকার সঙ্গে ছাত্রের দুই বছর ধরে পরিচয় ছিল। ছাত্রের একতরফা আকর্ষণ ছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অশোভন মন্তব্য করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে সে এরকম প্রতিশোধ নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) অমিত শাহের বিলকে কটাক্ষ অভিষেকের
লোকসভায় অমিত শাহের আনা ১৩০ তম সংশোধনী বিলকে এবার তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বিল অনুযায়ী, জনপ্রতিনিধি সহ মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, ৩০ দিন জেলে থাকলেই পদ হারাবেন। তবে অভিষেক দাবি করছে যে, এই বিল বিরোধীদের দমন করার জন্য কৌশল, বিজেপি দুর্বল হয়েই এরকম পথে হাঁটছে। তিনি শাহকে চ্যালেঞ্জ করে বলেন, ৩০ দিনের বদলে ১৫ দিন করুন। তাহলেই দেখব আপনার কত দম। পাশাপাশি ইডির মামলার কম সাফল্যের হার তুলে ধরে তিনি এরকম অভিযোগ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ৩০ দিন জেলে থাকলে পদ হারাতে হবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর
গতকাল কেন্দ্র সরকার নতুন বিল এনেছে। এই বিল অনুযায়ী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী যদি কোনো গুরুতর অভিযোগ গ্রেপ্তার হয় এবং ৩০ দিন জেলে থাকে, তাহলে ৩১ তম দিনে তাকে পদত্যাগ করতে হবে। আর এই নিয়ম কার্যকর করার জন্য সংবিধানের ১৩০ তম সংশোধনী আনা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে এই বিল অনুযায়ী, প্রধানমন্ত্রীকে সরাবেন রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল কিংবা লেফটেন্যান্ট গভর্নর সরাতে পারবেন। তবে বিরোধীরা একে কটাক্ষ করতে ছাড়ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ভারত-চীনের সম্পর্কে এবার নয়া মোড়
ভারত আর চীনের সম্পর্ক আবারো নয়া মোড়। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এস জয়শঙ্কর এবং অজিত ডোভালের সাথে বৈঠকের সময় চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সীমান্ত সমস্যা সমাধান করার জন্য একমত হয়েছেন। মূলত দুই দেশ দশটি বিষয়ে চুক্তির পথে এগিয়েছে। এর মধ্যে সীমান্তে শান্তি বজায় রাখা, সীমান্ত দিয়ে ফের বাণিজ্য চালু করা বিশেষজ্ঞ দল গঠন, আন্তঃসীমান্ত নদীতে সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, ধীরে ধীরে হয়তো দুই দেশের মধ্যে সম্পর্কের জট কাটবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) দেশের বেকারত্বের হার অনেকটাই কমল
ভারতের মুকুটে এবার নয়া পালক। গত তিন মাসে সর্বনিন্ম স্তরে দেশের বেকারত্বের হার। হ্যাঁ, জুন মাসে যেখানে এই হার ছিল ৫.৬%, সেখানে জুলাই মাসে এসে তা দাঁড়িয়েছে ৫.২%-এ। আর এই রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে, ধীরে ধীরে ভারতের কর্মসংস্থানের হার বাড়ছে এবং বেকারত্ব কমছে। এদিকে শ্রমশক্তিতে মহিলাদের অংশগ্রহণে বেশ কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছে। গ্রামীণ পুরুষদের ক্ষেত্রে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৭৮.১% আর শহরের পুরুষদের ক্ষেত্রে তা ছিল ৭৫.১%। এদিকে মহিলাদের ক্ষেত্রে ৩৫.২% থেকে বেড়ে ৩৬.৯%-এ দাঁড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে খুন নবম শ্রেণীর ছাত্রের
গুজরাটের আমেদাবাদের এক স্কুলে নবম শ্রেণীর ছাত্রের হাতে কুপিয়ে খুন হয়েছে দশম শ্রেণীর ছাত্র নয়ন, যা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত নাবালককে বর্তমানে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। আর এই ঘটনার পর তাঁর ক্ষুব্ধ অভিভাবক এবং সিন্ধি সম্প্রদায়ের মানুষজন স্কুলের সামনে বিক্ষোভে নেমেছে। এমনকি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা স্কুলে ঢুকে ভাঙচুর চালিয়েছে। আর এতে কয়েকজন কর্মীও আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |