ধারের লটারিতেই কোটিপতি কোন্নগরের সুজিত, পুরস্কারের টাকায় স্ত্রীয়ের চিকিৎসা করাবেন কলমিস্ত্রি

Published on:

Hooghly lottery winner Sujit wins 1 Crore in Dear Lottery

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন স্ত্রী। চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন তা জোগাড় করে উঠতে পারছিলেন না স্বামী সুজিত মন্ডল। তার মাঝে সংসারের চাপ। সব মিলিয়ে, একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় হয়েছিল হুগলির কোন্নগরের কানাইপুর কলোনির বাসিন্দা পেশায় কলমিস্ত্রির। তবে অবশেষে মুখ তুলে চাইল ঈশ্বর। 30 টাকার লটারিতেই রাতারাতি কোটিপতি হলেন সুজিত।

ধারে টিকিট কেটে কোটিপতি সুজিত

গত সোমবার, হুগলির কোন্নগর বাজার এলাকার একটি লটারির কাউন্টার থেকে 30 টাকার একটি ডিয়ার লটারি টিকিট কেনেন সুজিত মন্ডল। পরে ফল বেরোতেই জানতে পারেন তার টিকিটে কোটি টাকা মিলেছে। যদিও প্রথমদিকে সে কথা বিশ্বাস হয়নি তাঁর। তবে পরে নিজে হাতে টিকিট মিলিয়ে দেখতেই চোখ কপালে ওঠে সুজিতের। বুঝতে পারেন এখন তিনি কোটিপতি।

যদিও, কোন্নগরের ওই টিকিট কাউন্টারের কর্ণধার জানিয়েছেন, সুজিতের যে টিকিটে কোটি টাকা লেগেছে, সেটি ধারে কেনা। হ্যাঁ, প্রায়শই ওই দোকান থেকে বাকিতে টিকিট কাটতেন হুগলির কলমিস্ত্রি। এ প্রসঙ্গে লটারি বিক্রেতা বলেন, মাঝেমধ্যেই বাকিতে টিকিট কাটতো, এখনও সুজিতের কাছে 180 টাকা পাবো।

এর পরই ওই বিক্রেতা জানান, যে টিকিটে কোটি টাকা লেগেছে সেটা আমার ব্যাগেই ছিল। সুজিত চলে যাওয়ার পর ওই টিকিটের নম্বর লিখে আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। পরে যখন জানতে পারি এই টিকিটে কোটি টাকা ফেঁসেছে, তড়িঘড়ি দোকান বন্ধ করে সুজিতের বাড়ি গিয়ে ওর টিকিট ওকে দিয়ে নিশ্চিন্ত হই। যদিও এই মানবতার পুরস্কার বাবদ লটারি বিজেতার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করেছেন কোন্নগর বাজারের ওই বিক্রেতা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: কেন এশিয়া কাপের রিজার্ভ দলেও জায়গা হল না আইয়ারের? প্রকাশ্যে এল কারণ

পুরস্কারের অর্থ দিয়ে স্ত্রীয়ের চিকিৎসা করাবেন সুজিত

দুই সন্তান ও স্ত্রী নিয়ে অভাবের সংসার ছিল সুজিতের। তবে এবার লক্ষীলাভ হওয়ায় স্ত্রী, সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকতে চান তিনি। তবে তার আগে লটারিতে জেতা পুরস্কারের অর্থ দিয়ে স্ত্রীয়ের চিকিৎসা করাবেন হুগলির কলমিস্ত্রি। সুজিত জানান, দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছেন তাঁর স্ত্রী। বেশ কিছুদিন সরকারি হাসপাতালেও তাঁকে ভর্তি রেখেছিলেন। তবে এবার ভাল কোথাও স্ত্রীয়ের চিকিৎসা করাতে চান হুগলির লটারি বিজেতা।

 

 

konnagar:- কোন্নগরে ভাগ্যের চাকা ঘুরল, ৩০ টাকার লটারিতে কোটিপতি কানাইপুরের কলমিস্ত্রী সুজিত মণ্ডল ।
#konnagar #kanaipur #Nabagram #Hooghly #LOTTARY

Posted by Bangla Today 24×7 on Wednesday, August 20, 2025

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥