হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তা! এখন কেমন আছেন দেবাংশু? জানালেন নিজেই

Published:

Debangshu Bhattacharya
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি পর্ব। শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের একাংশ এখন থেকেই শুরু করে দিয়েছে নানা পরিকল্পনা। এমতাবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। মুহূর্তের মধ্যে সময় নস্ট না করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

কেমন আছেন দেবাংশু ভট্টাচার্য?

গতকাল অর্থাৎ শুক্রবার, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এইমুহুর্তে তিনি সুস্থ আছেন। আর সেই সুস্থতার খবর নিজের মুখেই জানালেন দেবাংশু। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, “ এই মুহূর্তে কোনো শারীরিক সমস্যার নেই। তবে দুই ছাড়তে টেস্ট হয়েছে, সেখানে কিছু অসুবিধা দেখা দিয়েছে, তবে চিকিৎসকরা দ্রুত সেই সমস্যা দূর করে দেবেন, আপনারা দোয়া করে চিন্তা করবেন না। আমি আপনাদের অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদে শীঘ্রই সুস্থ হয়ে উঠব। এবং আমাদের যুদ্ধে আবার মনোযোগ দেব।” সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেবাংশু ভট্টাচার্যের প্রোফাইল থেকে পোস্ট হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ‘নস্টালজিক নয় কৃতিত্ব চুরি!’ মেট্রোর নিয়ে মমতার বিরুদ্ধে প্রমাণ দিয়ে বিস্ফোরক শুভেন্দু

প্রসঙ্গত, গতকাল, শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতার মেট্রো উদ্বোধনকে কেন্দ্র করে একের পর এক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল শাসকদল এবং বিজেপির মধ্যে। এমতাবস্থায় দেবাংশু ভট্টাচার্যও কলকাতার মেট্রো পরিকল্পনার কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন। তাঁর এক্স হ্যান্ডেলে সেই কৃতিত্বের সংক্ষিপ্ত বিবরণীও দিয়েছিলেন। এমনকি সেই পরিকল্পনায় নস্টালজিক হয়ে পড়েছিলেন মমতাও, যদিও সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join