খরচ ২০০০ কোটি! সরকারি কর্মীদের সুখবর দিয়ে DA, DR অনুমোদন কেরল সরকারের

Published:

kerala dr da hike
Follow

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য দীর্ঘ অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মীরা। উৎসবের আবহে মুখে হাসি ফুটল বহু সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকদের। আসলে রাজ্য সরকার সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য এক কিস্তির মহার্ঘ্য ভাতা (DA) এবং চাকরিজীবী পেনশনভোগীদের জন্য এক কিস্তির মহার্ঘ্য ত্রাণ (DR) মঞ্জুর করেছে। আর এই ঘোষণা করেছে কেরালা সরকার।

DR, DR বাড়ল সরকারি কর্মীদের

রিপোর্ট অনুযায়ী, কেরালার অর্থমন্ত্রী কেএন বালগোপাল শনিবার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড মেডিকেল সার্ভিসেসের অধীনে কর্মচারীরাও ডিএ, ডিআর সুবিধার জন্য যোগ্য হবেন। বালগোপাল বলেন, ১ সেপ্টেম্বর বাড়তি বেতন এবং পেনশনের সাথে কিস্তিটি বিতরণ করা হবে। তিনি  আরও বলেন, ডিএ এবং ডিআর অনুমোদন করার ক্ষেত্রে, সরকারের ওপর ২০০০ কোটি অতিরিক্ত ভার এসে পড়বে। এটি এই বছর ডিএ এবং ডিআরের দ্বিতীয় কিস্তিও প্রকাশ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ মেট্রোয় হাওড়া থেকে এয়ারপোর্ট যাবেন কীভাবে, কোন লাইনে কোথায় নামবেন? রইল সম্পূর্ণ গাইড

কিস্তিতে দেওয়া হবে DA, DR

২০২৪ সালের জুলাই মাসে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্য বিধানসভায় জানিয়েছিলেন যে ডিএ/ডিআরের সাতটি কিস্তি বকেয়া রয়েছে। তিনি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বার্ষিক দুটি কিস্তি দেওয়ার সরকারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সরকার ২০২৪ সালেও দুটি কিস্তি মুক্তি দিয়েছিল। অর্থমন্ত্রী বলেন, কোভিড বছরগুলিতে আর্থিক চাপ সত্ত্বেও রাজ্য বেতন সংশোধনের প্রতিশ্রুতি পূরণ করেছে, ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই ডিএ সহ অন্যান্য সুবিধা নগদ অর্থে প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join