থমকে যাবে চাকা, হবেন গ্রেফতার! এবার থেকে ট্রেনের বাথরুমে সুখটান দেওয়ার আগে সাবধান

Published on:

smoking in train toilet

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ট্রেনে উঠে স্মোকিং করেন? ভাবেন বাথরুমে গিয়ে স্মোকিং (Smoking In Train Toilet) করলে কিসের সমস্যা? তাহলে আজই সাবধান হয়ে যান। নইলে আগামী দিনে বিরাট বড় বিপদের মুখে পড়তে পারেন আপনি। এই বিষয়ে রেলের তরফে বিশেষ সতর্কতা জারি করা হল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ট্রেনের টয়লেটে ধূমপান করার আগে সাবধান!

আসলে সামাজিম মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রেল পুলিশের পোশাকে একজন অফিসার এক বিশেষ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ভিডিওটি সন্দীপ চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে ওই রেল পুলিশটিকে বলতে শোনা যাচ্ছে, ট্রেনের টয়লেটে যারা ধূমপান করেন তাঁরা সাবধান। কারণ রেল কর্তৃপক্ষ ট্রেনের টয়লেটগুলিতে স্মোক ডিটেক্টর লাগিয়েছে।

অর্থাৎ আপনি স্মোক করলেই সেটাতে ডিটেক্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যে কোনও মুহূর্তে, যে কোনও জায়গায় ট্রেন দাঁড় করিয়ে আপনাকে গ্রেফতার অবধি করা হবে। আপনার বিরুদ্ধে শুধু স্মোকিং নয়, অযথা ট্রেন দাঁড় করানোর চার্জও নেওয়া হতে পারে। ফলে এবার থেকে সাবধান হয়ে যান নইলে আগামী দিনে বড় বিপদের মুখে পড়তে পারেন আপনি।

ট্রেনে আগুন আতঙ্ক!

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে কানপুরগামী অমৃত ভারত এক্সপ্রেসে আগুন লাগার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যাত্রীরা মৈনপুরী গেটে চেইন টেনে ট্রেন থামিয়ে দেন। এস-৩ কোচ থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা ট্রেন থেকে নেমে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। যাত্রীদের খবর পেয়ে টুন্ডলা কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়। এরপর ট্রেন কর্মীরা পরীক্ষা করার পর, ট্রেনটি ইটাওয়া জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে থামানো হয় এবং আবার পরীক্ষা করা হয়। এই সময় দেখা যায় যে টয়লেটে সিগারেটের ধোঁয়ার কারণে স্বয়ংক্রিয় অগ্নি সনাক্তকারী যন্ত্রটি সক্রিয় হয়ে গেছে। ট্রেনটি প্রায় ২৫ মিনিট স্টেশনে দাঁড়িয়ে ছিল। তদন্তের পর, ট্রেনটিকে কানপুরে পাঠানো হয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ট্রাম্প ট্যারিফের মাশুল চোকাতে হবে বাংলাকেও! বিরাট ধাক্কা চামড়া শিল্পে

মঙ্গলবার সন্ধ্যা ৬:৫০ মিনিটে, দিল্লি থেকে কানপুরগামী অমৃত ভারত এক্সপ্রেসে, মৈনপুরী গেটের কাছে S-3 কোচের টয়লেট থেকে ধোঁয়া বের হওয়ার কারণে, স্বয়ংক্রিয় অগ্নি সনাক্তকারী যন্ত্রটি সক্রিয় হয়ে যায় এবং বিপ শব্দের মাধ্যমে আগুনের সংকেত দিতে শুরু করে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ভীত যাত্রীরা চেইন টেনে ট্রেন থামায়। এই তথ্য টুন্ডলা কন্ট্রোল রুমে দেওয়া হয়। ইটাওয়া জংশনে অমৃত ভারত এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট পিএম মীনা সহ অনেক কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে দেখা গেছে যে একজন যাত্রী সিগারেট ধূমপান করে সেখানে ফেলে রেখেছিলেন। এর ফলে টয়লেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং স্বয়ংক্রিয় ফায়ার ডিটেক্টর সক্রিয় হয়। এটি জানার পর যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পরে ট্রেনটিকে ইটাওয়া জংশনে আনা হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥