প্রেমের টানে কোচবিহার থেকে শিলিগুড়ি, বয়ফ্রেন্ড ফোন না তোলায় মহানন্দায় ঝাঁপ নাবালিকার

Published on:

siliguri case

সহেলি মিত্র, কলকাতাঃ প্রেমের টানে মানুষকে বিদেশ থেকে ভারতে বা ভারত থেকে বিদেশে যেতে দেখা ও শোনা গিয়েছে। তবে এবার বাংলায় এমন এক ঘটনা ঘটল যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। প্রেমের টানে কোচবিহার থেকে শিলিগুড়ি (Siliguri) এসেছিলেন নাবালিকা। এরপর বয়ফ্রেন্ডকে ফোনে না পেয়ে ওই নাবালিকা যা করল তা দেখে তাজ্জব সকলে।

বয়ফ্রেন্ড ফোন না ধরায় নদীতে ঝাঁপ নাবালিকার!

জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙা থেকে শিলিগুড়িতে আসে ওই নাবালিকা। এরপর বয়ফ্রেন্ডকে ফোন করলে সে ফোন তোলে না। এরপর রাগে, ক্ষোভে বা অভিমান! যাইহোক মহানন্দা নদীতে ঝাঁপ দেয় ওই নাবালিকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এরপর স্থানীয় কিছু যুবক মেয়েটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মেয়েটি সুস্থ আছে বলে খবর। মেয়েটির বয়স ১৭ বছর।

মেয়েটিকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে জানায় ফোনের মাধ্যমে তাঁর বর্তমান বয়ফ্রেন্ডের পরিচয় হয়। পরবর্তীতে ওই যুবকের কথাতে নাবালিকা মাথাভাঙা থেকে শিলিগুড়ি এসে হাজির হয়। এরপরর বয়ফ্রেন্ড ফোন না তোলায় সে নদীতে ঝাঁপ দেয়। মেয়েটির বক্তব্য, বয়ফ্রেন্ড তাকে আসতে বলে। কিন্তু সে নির্দিষ্ট সময়ে আসে না। ফোন অবধি তোলে না। বলেছিল এক দেড় ঘণ্টা পর আসবে। এরপরেও ফোন করলে নাকি ছেলেটি ফোন ধরেনি। তাই এই কাণ্ড।

কী বলছে নাবালিকার মামা?

ঘটনা প্রসঙ্গে মেয়েটির মামা যে কিনা শিলিগুড়িতেই থাকেন তিনি বড় মন্তব্য করেছেন। সংবাদমাধ্যমকে জানান, ‘ভাগ্নি সকালবেলা বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে আসে। এরপর আমাকে পুলিশ ফোন করে জানায় যে সে গঙ্গায় ঝাঁপ দিয়েছে তাড়াতাড়ি চলে আসুন।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥