নিউটাউনে গ্লোবাল কম্পিটেন্স সেন্টার খুলছে ইসক্রেইমেকো

Published:

Iskraemeco
Follow

কৃশানু ঘোষ, কলকাতাঃ কলকাতার বুকে খুব শীঘ্রই গড়ে উঠতে চলেছে আন্তর্জাতিক সংস্থা ইসক্রেইমেকোর (Iskraemco) নতুন গ্লোবাল কম্পিটেন্স সেন্টার (GCC) এবং অত্যাধুনিক স্মার্ট মিটার কারখানা। ইসক্রেইমেকো সারা বিশ্বে নিজেদের স্মার্ট মিটারিং এবং ইলেকট্রনিক্স কোম্পানি হিসাবে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক ইসক্রেইমেকোর পরিকল্পনা সম্পর্কে।

কোথায় গড়ে উঠছে ইসক্রেইমেকোর নতুন গ্লোবাল কম্পিটেন্স সেন্টার?

এক্স হ্যান্ডেল West Bengal With Rohit-এর সাম্প্রতিক টুইট অনুযায়ী, এই কারখানা গড়ে তোলার জন্য কলকাতার নিউটাউনের SV 35 প্লটকে বেছে নিয়েছে ইসক্রেইমেকো। আর, নতুন এই কারখানাকে টেকসই ও পরিবেশবান্ধব করার উদ্দেশ্যে অভিজ্ঞ গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন কনসাল্টেন্টের সন্ধান করছে আন্তর্জাতিক এই সংস্থা। যারা আন্তর্জাতিক মান বজায় রেখে বিল্ডিং ও শিল্পপ্রকল্পের জন্য LEED, IGBC, GRIHA, EDGE-এর মতো স্বীকৃত সবুজ সার্টিফিকেশন পেতে সাহায্য করবে।

কী এই গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন কনসাল্টেন্ট?

এক্ষেত্রে উল্লেখ্য, একজন গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন কনসাল্টেন্ট হলেন সেই বিশেষজ্ঞ, যিনি কোনও বাড়ি বা শিল্পপ্রকল্পকে পরিবেশবান্ধব করে তোলার পরিকল্পনা, নকশা ও নির্মাণ করেন। এই সমস্ত বিল্ডিং তৈরির ক্ষেত্রে সাধারণত কম শক্তি ও জল খরচ হয়। পরিবর্তে প্রাকৃতিক আলো ও বাতাসের ব্যবহার বাড়ানো হয়। বর্জ্য ব্যবস্থাপনা করার সঠিক পরিকল্পনা করা হয়। অর্থাৎ এক কথায় পরিবেশবান্ধব বিল্ডিং।

আরও পড়ুনঃ কোচিং সেন্টারে মহাতাণ্ডব! ছুঁড়ে ফেলা হল বইপত্র, তুমুল শোরগোল নদীয়ায়

ইসক্রেইমেকো ইতিমধ্যেই এই সহযোগিতার জন্য যোগ্য পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলিকে প্রস্তাব পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে। আগ্রহীরা তাদের বিস্তারিত প্রস্তাবনা কোম্পানির সিইও’র দপ্তরের প্রতিনিধি মিস রিয়া আগরওয়াল-এর ইমেল অ্যাড্রেস – riya.agarwal@iskraemeco.in –এ পাঠাতে পারেন।

তবে, এই বাংলায় এটি ইসক্রেইমেকো-র প্রথম বিনিয়োগ নয়। গত বছরের নভেম্বর মাসে, নিউ টাউনের সিলিকন ভ্যালিতে স্মার্ট মিটারিং সলিউশনের জন্য একটি ইন্টিগ্রেটেড হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সুবিধা প্লান্টের জন্য প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল ইসক্রেইমেকো। নিউটাউনে, ইসক্রেইমেকো-র এই উদ্যোগ শুধু কর্মসংস্থানের উদ্দেশ্যে নতুন দিগন্ত খুলে দেবে তা নয়, বরং কলকাতাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join