‘অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখা উচিৎ!’ বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রর

Published:

Updated:

Mohua Moitra
Follow

কৃশানু ঘোষ, কলকাতাঃ  নরেন্দ্র মোদীর পর এবার আশালীন মন্তব্য করা হল দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিয়ে। একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কু-রুচিকর মন্তব্য করেছেন এক কংগ্রেস সমর্থক, এবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে আশালীন মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। চলুন জেনে নেওয়া যাক ঠিক কী বলেছেন তিনি।

কী মন্তব্য করলেন মহুয়া মৈত্র?

২৮ আগস্ট, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ভারতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলার সময় হঠাৎ করে আক্রমণ করে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর সেখানেই তিনি বলে বসেন, অমিত শাহের শিরচ্ছেদ করে, তা টেবিলে রাখা উচিত। আর এই মন্তব্য করার পড়েই আলোড়ন উঠেছে সারা দেশে।

মহুয়া মৈত্র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি জিজ্ঞাসা করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই। যদি অন্য দেশের মানুষরা রোজ শ’য়ে শ;য়ে, লাখে লাখে, কোটি-কোটিতে ভরে যাচ্ছে, যদি আমাদের মা-বোনদের উপর চোখ দিচ্ছে…জমি কেড়ে নিচ্ছে… তাহলে প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে টেবিলে দেওয়া উচিত।”

এরপর তিনি বিএসএফ এবং স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, “যদি স্বরাষ্ট্রমন্ত্রক এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না। যে প্রধানমন্ত্রী নিজেই বলছে, বাইরে থেকে লোক এসে নাকি আমাদের মা-বোনদের ওপর নজর দিচ্ছে। আমাদের জমি দখল করে নিচ্ছে। তো ভাই দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে তো বিএসএফ রয়েছে। আমরাই বিএসএফ-কে ভয় পাই। কই আমরা তো কাউকে অনুপ্রেবেশ করতে দেখি না।“

আরও পড়ুনঃ ‘আমি লোভটাকে জয় করতে পেরেছি বলেই….’ বড় বয়ান CU-র উপাচার্য শান্তা দত্তর

বঙ্গ বিজেপি এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছে, “যখন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, স্বরাষ্ট্রমন্ত্রীর শিরচ্ছেদের কথা বলেন, তখন এটি TMC-র ব্যর্থতা আর হিংসাত্মক সংস্কৃতির পরিচয় তুলে ধরে। এটি বাংলার ভাবমূর্তি নষ্ট করেছে, এবং রাজ্যের অগ্রগতিকে আরও পিছনে ঠেলে দিয়েছে।“

এক্ষেত্রে উল্লেখ্য, বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন ২০ বছর বয়সী এক কংগ্রেস নেতা মোহাম্মদ রিজভি ওরফে রাজা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আশালীন ভাষা ব্যবহার করে। পরে পুলিশ ওই ব্যাক্তিকে বিহারের দারভাঙ্গা শহরের সিংওয়াড়া এলাকা থেকে গ্রেফতার করে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join