প্রীতি পোদ্দার, কলকাতা: আগেই অভয়ার বাবাকে কুণাল ঘোষের (Kunal Ghosh) তরফ থেকে পাঠানো হয়েছিল আইনি নোটিস। এবার আরজি কর কাণ্ডে তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর সেই নোটিস হাতে পাওয়া মাত্রই এই মামলাকে গুরুত্বহীন বলে দাবি করেন তিলোত্তমার বাবা-মা। এখানেই শেষ নয় নাম না করে কুণাল ঘোষকে বাবার কুসন্তান বলে আখ্যা করলেন তিলোত্তমার মা।
ঘটনাটি কী?
উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট, আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। কিন্তু, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। সম্প্রতি দিল্লিতে গিয়ে তাঁরা সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গেও দেখা করেন। পরে একটি সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা অভিযোগ করেন, “সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন।” আর তাঁর এই মন্তব্যের জেরে তীব্র প্রতিবাদ করেন কুণাল ঘোষ।
ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলা
গত ২০ আগস্ট তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেন কুণাল ঘোষ। ব্যাঙ্কশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন। সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, “মিথ্যাচার ও নাটকের সব সীমা পার করেছেন উনি।” এর আগে গত ১২ আগস্ট তিলোত্তমার বাবাকে আইনি নোটিস পাঠিয়েছিল কুণাল। সেইসময় তিনি জানিয়েছিলেন, চার দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাবেন। তাই ব্যাঙ্কশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন। কিন্তু সেই মামলায় একদমই তোয়াক্কা না করে উল্টে নাম না নিয়ে কুণাল ঘোষকে বাবা মায়ের কুসন্তান বলে আখ্যা দিলেন অভয়ার বাবা।
অভয়ার বাবার মিথ্যা, মানহানিকর বিবৃতির প্রতিবাদে আমার আইনজীবী অয়ন চক্রবর্তীর চিঠির পর এবার মামলা করলাম। ব্যাঙ্কশাল কোর্টে মাননীয় 15th বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে নোটিস ইস্যু। এখনকার নিয়ম অনুযায়ী 11 সেপ্টেম্বর 2025, সকাল সাড়ে দশটায় ওঁকে বা ওঁর আইনজীবীকে উপস্থিত… pic.twitter.com/np1fk4rxT6
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 29, 2025
আরও পড়ুন: বাংলায় বিধানসভা নির্বাচনে কত আসন পাবে বিজেপি? সমীক্ষায় উঠে এল বড় তথ্য
কুসন্তান আখ্যা কুণালকে
টিভি ৯ বাংলার রিপোর্ট অনুযায়ী এদিন তিলোত্তমার বাবা কুণালের দায়ের করা মামলার নোটিস নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে, “নোটিসটা পেয়েছি আজকে। আমরা জাস্ট আর পাত্তা দিচ্ছি না। যে যা করার করুক। আমরা শুধু মেয়ের ন্যায়বিচারের লড়াই চালাচ্ছি। এসব করে আমাদের বিরক্ত করার চেষ্টা করছে।” তার সঙ্গেই তিলোত্তমার মা বললেন, “তিনি তৃণমূল দলের মুখপাত্র, তবে তাঁর নাম আমি মুখে আনতে চাই না। আমি শুনেছিলাম, ওনার বাবা আরজি করেরই চিকিৎসক ছিলেন। ওনার বাবার প্রতি সম্মান জানিয়েই বলব, উনি ওনার বাবার কুসন্তান।” জানা গিয়েছে, তিলোত্তমার আইনজীবীদের পরামর্শ অনুযায়ী, তাঁরা ঠিক করবেন তাঁরা আদালতে হাজির হবেন কিনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |