লাইসেন্স ও গাড়ির সাথে আধার লিঙ্ক না করলে কী হবে? জেনে নিন নিয়ম, চালান সম্পর্কে

Published on:

Driving License Aadhaar Link

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি বহু গাড়ির মালিক ও ড্রাইভাররা তাদের মোবাইলে একটি মেসেজ পেয়েছে। হ্যাঁ, এই মেসেজটি মূলত কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে এসেছে। আর যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ডকুমেন্ট আধারের সঙ্গে যুক্ত (Driving License Aadhaar Link) করতে হবে।

এমনকি এর সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরও আপডেট করতে হবে। তবে অনেকেরই মনে প্রশ্ন উঠছে যে, কেন হঠাৎ এরকম উদ্যোগ? কীভাবেই বা আপডেট করব? আপডেট না করলে কী হবে? সবটা জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

কেন আধারের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করা জরুরি?

পরিবহন মন্ত্রক দাবি করছে, ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির কাগজের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকলে পরিবহন সংক্রান্ত যেকোনোরকম পরিষেবা একেবারে ঝামেলা ছাড়াই পাওয়া যাবে। আর অনলাইনে সহজেই লাইসেন্স নবীকরণ বা রেজিস্ট্রেশন ট্রান্সফার, কিংবা অন্যান্য নথির কাজ সম্পন্ন হবে। সবথেকে বড় ব্যাপার, যারা ঠিকানা কিংবা মোবাইল নম্বর পাল্টে চালান এড়াতে চান, তাদেরকে খুব সহজেই ধরে ফেলা হবে। ফলে নিয়ম ভাঙলেই তার কাছে নোটিশ চলে যাবে, এমনকি মোটা অংকের জরিমানা করা হবে।

কী বলা হয়েছে অফিসিয়াল মেসেজে?

মেসেজে স্পষ্ট বলা হচ্ছে যে, গাড়ি ও লাইসেন্সের সঙ্গে অবশ্যই আধার নম্বর যুক্ত করতে হবে। একইসঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর আপডেট করতে হবে। আর এই গোটা প্রক্রিয়াটি https://parivahan.gov.in/ ওয়েবসাইটে করা যাবে। এই পোর্টালে মূলত দুটি কিউআর কোড থাকছে। গাড়ির জন্য Vahan এবং সারাদিন ড্রাইভিং লাইসেন্সের জন্য Sarathi, এগুলো স্ক্যান করলে খুব সহজে আধার লিঙ্ক করার অপশন চলে আসবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

গাড়ির সঙ্গে আধার ও মোবাইল আপডেট করবেন কীভাবে?

গাড়ির সঙ্গে যদি আধার বা মোবাইল আপডেট করতে চান, তাহলে অবশ্যই https://parivahan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। তারপর Vahan কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর “Update Mobile Number via Aadhaar” অপশন বেছে নিতে হবে। তারপর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ ও চেসিস নম্বর লিখতে হবে। তারপর আধারের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হলে গাড়ির ডকুমেন্ট আধার ও মোবাইলের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

লাইসেন্সের সঙ্গে আধার ও মোবাইল আপডেট করবেন কীভাবে?

লাইসেন্সের সঙ্গে আধার কিংবা মোবাইল নম্বর আপডেট করার জন্য https://parivahan.gov.in/ ওয়েবসাইটে গিয়ে Sarathi কিউআর কোড স্ক্যান করতে হবে। তারপর লাইসেন্সের নম্বর, জন্ম তারিখ, রাজ্যের নাম এবং ক্যাপচা কোড বসাতে হবে। এবার সমস্ত কিছু যাচাই করে সাবমিট করে দিতে হবে। তারপর আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে নম্বর এবং আধার যুক্ত করলেই ঝামেলা শেষ।

আরও পড়ুনঃ গলায় কালশিটে দাগ, জামাকাপড়ে লেগে রক্ত! আসানসোলে জঙ্গল থেকে উদ্ধার যুবতীর দেহ

উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী আধার ও মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে সময় মতো চালানের নোটিশ পৌঁছবে না। ফলে অতিরিক্ত জরিমানা কিংবা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই এখনই এই কাজটি সম্পন্ন করে নিন এবং অযথা জরিমানার হাত থেকে নিজেকে বাঁচান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥