সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে সকলে যখন দুর্গাপুজোর শপিং করতে ব্যস্ত, ঠিক তখনই তেড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার মাসের শেষদিন এবং আগামীকাল অর্থাৎ মাসের প্রথমদিন থেকে ভারী বৃষ্টিতে জেরবার হবে একের পর এক জেলা। বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ। ফলে আপনারও যদি আজ ছুটির দিনে পুজোর শপিং করতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে অবশ্যই আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে জেনে রাখুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন আবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় কখন হালকা তো আবার কখনও মাঝারি পরিমাণে বৃষ্টি নামবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া।
আগামীকালের আবহাওয়া
মাসের প্রথমদিন এবং সপ্তাহের শুরুর দিনটাও দুর্যোগের মধ্যে দিয়েই শুরু হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষের। এদিন উত্তরবঙ্গের যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |