দুর্গাপুর থেকে ফেরার পথে ডোমজুড়ে ট্রাকের ধাক্কা! ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ মজুমদার

Published on:

Pradeep Majumder

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল হাওড়ায়। হ্যাঁ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারের (Pradeep Majumder) গাড়ির সাথে ঘটল এই দুর্ঘটনা। জানা গিয়েছে, এক ট্রাকের ধাক্কাতে দুর্ঘটনার কবলে পড়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তবে বর্তমানে কেমন আছেন তিনি?

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ের কাছে তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয়রা দাবি করছে, মুম্বাই রোডে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণহীন অবস্থায় তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ফলে হঠাৎ করেই বিরাট ঝাঁকুনিতেই তিনি কেঁপে উঠেন। এমনকি দুর্ঘটনায় গাড়ির পিছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।

প্রসঙ্গত, আজ সকাল ১০টা নাগাদ দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দুপুর দেড়টা নাগাদ ডোমজুড়ের কাছেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে সূত্র মারফৎ খবর। জানা গিয়েছে, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন, সেরকম কোনো চোট লাগেনি।

পুলিশ সূত্রে খবর, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইককে ধাক্কা মেরেছিল। তারপর সরাসরি মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। এমনকি বাইকটি ট্রাকের তলায় ঢুকে যায়, আর মন্ত্রীর গাড়ির পেছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। কোনোক্রমে মন্ত্রীর ড্রাইভার গাড়ির গতি নিয়ন্ত্রণ করেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ১৯ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে

ধরা পড়ল ট্রাক চালক

তবে মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষী ওই ট্রাকের চালককে হাতেনাতে ধরে ফেলে। জানা যাচ্ছে, তিনি মধ্যপ অবস্থাতে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ এসে চালককে আটক করে থানায় নিয়ে যায়, এমনকি পুলিশ ওই ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে। স্থানীয়রা অভিযুক্ত ট্রাক ড্রাইভারের কঠোর শাস্তির দাবি করছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥