সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা (SSC Tainted List) প্রকাশ করেছে এসএসসি। তবে সেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শনিবার সন্ধ্যাবেলা প্রকাশিত কমিশনের তালিকায় ১৮০৪ জনের নাম উঠে এসেছে। এরপরই শুভেন্দুর বলেন, “যারা দাগি বলে চিহ্নিত হয়েছে, তাদের থেকেও মহাদাগি হল মমতা সরকার।”
আদালতের নির্দেশে কমিশনের তালিকা
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসএসসি’কে সাতদিনের জন্য সময় দিয়েছিল অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার জন্য। ফলত গতকাল শনিবার কমিশন সেই তালিকা প্রকাশ করে, যাতে ১৮০৪ জন প্রার্থীর নাম ছিল। তবে রাতে আরো দু’জনের নাম যুক্ত করা হয়। ফলে মোট অযোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৮০৬ জন।
কিন্তু মজার ব্যাপার হল, এই তালিকতে মিলছে রাজনৈতিক সংযোগের ছাপ। হ্যাঁ, একাধিক তৃণমূল নেতা, কর্মীর নাম এই তালিকায় উঠে আসছে। শাসকদলের কাউন্সিলর থেকে শুরু করে অঞ্চল সভাপতি, এমনকি কয়েকজন বিধায়কের ঘনিষ্ঠদেরও নাম রয়েছে বলে দাবি করছে বিরোধীরা।
শুভেন্দুর কড়া আক্রমণ
দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, তালিকা প্রকাশ হতেই ক্ষোভ উগড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, এখানে অনেকেই রাজনৈতিক সুপারিশ নিয়ে চাকরি পেয়েছিলেন। কেউ গয়না বিক্রি করেছে, আবার কেউ গরু বাছুর বিক্রি করেছে, কেউ বা আবার জমি বন্ধক রেখে টাকা দিয়ে চাকরি নিয়েছে। এরা সুপ্রিম কোর্টের ভাষায় দাগি, আর মহা দাগি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
তবে অযোগ্যদের তালিকার নাম উঠে আসার পর অনেক প্রার্থী ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা অভিযোগ করছে যে, এসএসসি নিজের পিঠ বাঁচাতে তড়িঘড়ি এই তালিকা প্রকাশ করেছে। এর ভেতরে অনেক কারসাজি লুকিয়ে রয়েছে।
আরও পড়ুনঃ দুর্গাপুর থেকে ফেরার পথে ডোমজুড়ে ট্রাকের ধাক্কা! ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ মজুমদার
তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, দাগি প্রার্থীরা আসন্ন ৭ এবং ১৪ সেপ্টেম্বর কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেনা বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট বলেছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা কমিশনারের দায়িত্ব সুপ্রিম কোর্ট কোনো রকম দায়বদ্ধতা নেবে না।