মোদী আমলে বিদেশ থেকে কত হাজার কোটি কালো টাকা উদ্ধার হল? RTI-এ মিলল উত্তর

Published on:

Black Money

সৌভিক মুখার্জী, কলকাতা: 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমবার দেশের ক্ষমতায় আসেন। তবে তার আগে নির্বাচনী প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিদেশের কালো টাকা (Black Money) দেশে ফিরিয়ে আনা হলে প্রতিটি ভারতীয় নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ টাকা করে ঢুকবে। তবে এক দশক পর সেই প্রতিশ্রুতি ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে? সরকারি পরিসংখ্যান বলছে অন্য কথা!

কী বলছে সরকারি পরিসংখ্যান?

উল্লেখ্য, 2015 সালে ব্ল্যাকমানি অ্যাক্ট কার্যকর হয়। সরকারি হিসাব বলছে, এখনো পর্যন্ত এই আইনের আওতায় প্রায় 35,104 কোটি টাকা কর দাবি করা হয়েছে। তবে GROK-এর রিপোর্ট বলছে, 2025 সালের মার্চ মাস পর্যন্ত নাকি হতে এসেছে মাত্র 338 কোটি টাকা। যদিও 2015 সালের কমপ্লায়েন্স উইন্ডোতে অতিরিক্ত 2476 কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছিল বলে খবর।

এদিকে 2016 সালের নভেম্বর মাসে ভারত সরকার হঠাৎ করেই 500 টাকা ও 1000 টাকার নোট বাতিল করে দেয়। সেসময় মনে করা হচ্ছিল যে কালো টাকার পাহাড় ভেসে উঠবে। তবে বাস্তবে 99% নোট ব্যাঙ্কে ফিরে আসে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে তখন স্পষ্ট উঠে আসে যে, কালো টাকা উদ্ধার নোটবন্দির মতো পদক্ষেপ কোনোভাবে কার্যকর হয়নি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কত টাকা ফেরত এল?

প্রসঙ্গত, অর্থ মন্ত্রকের কাছে জনৈক অজয় বাসুদেব বোস আরটিআই করে জানতে চেয়েছিলেন যে, সুইস ব্যাঙ্ক থেকে মোট কত টাকা উদ্ধার করা হয়েছে! সেখানেই জানানো হয়েছে যে, এতদিন যাবৎ বিদেশ থেকে মাত্র 42,083 কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে। এবার ভাবল চমকে উঠবেন, এই সামান্য টাকা যদি দেশের 140 কোটি নাগরিকের অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকের হতে আসবে গড়ে মাত্র 300 টাকা!

আরও পড়ুনঃ কালো টাকা রাখলেও শাস্তি, জরিমানা মুকুব! এদের জন্য আইন বদলাল সরকার

অথচ, সেসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ করে টাকা ঢুকবে। কোথায় 15 লক্ষ আর কোথায় 300 টাকা! যদিও বেশ কিছু অর্থনীতিবিদ মনে করছে, বিদেশে কালো টাকার সঞ্চয় কোনো একটি নির্দিষ্ট সরকারের আমলের নয়। বরং স্বাধীনতার আগে থেকেই ভারতের দুর্বল কর কাঠামো, কর ফাঁকি দেওয়ার প্রবণতা এবং অর্থনৈতিক দুর্বলতা এই কালো টাকার পাহাড় জমিয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী আদায় নামমাত্র তা বলা চলে….!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥