বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের প্রথম দিনই অতিথিদের জন্য একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিউয়ান।
সেখানেই প্রধানমন্ত্রী মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। এদিন পুতিনকে দেখতেই হাত মেলানোর জন্য একেবারে ছুটে আসেন পাক প্রধানমন্ত্রী (Shehbaz Sharif To Vladimir Putin)। যেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে শরীফের এমন কীর্তি দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে।
ভাইরাল ভিডিও
সম্প্রতি ইনকগনিটো নামক একটি এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া ভাইরাল ভিডিওটি নজর কেড়েছে সকলের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চিনের প্রেসিডেন্ট শিয়ের আমন্ত্রণে ব্যাঙ্কোয়েটে এসে হাজির হয়েছেন নানান দেশের রাষ্ট্রপ্রধানরা। ঠিক সেই সময়ে জিনপিংয়ের সাথে কথা বলতে বলতে হেঁটে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পুতিনকে দেখতে পেয়েই আচমকার ছুট লাগান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দৌড়ে গিয়ে রুশ প্রেসিডেন্টের সাথে হাত মেলানোর চেষ্টা করেন তিনি।
ভিডিওটিতে খানিকটা অস্পষ্টভাবেই দেখা যায়, সৌজন্যতার খাতিরে পাক প্রধানমন্ত্রীর সাথে হাত মেলালেন পুতিন। যদিও রুশ প্রেসিডেন্টের দৈহিক আচরণে বোঝা যাচ্ছিল, তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শরীফকে! যেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেই লেখা হয়েছে, অন্যান্য দেশের নেতারা যখন সংযম দেখাচ্ছেন, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে হাত মেলাতে দৌড়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভিডিওটির ক্যাপশনে সবশেষে লেখা হয়, জিনপিং বুঝতে পেরেছিলেন যে শেহবাজ কী করতে চলেছেন। সে কারণেই তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে তাঁকে উপেক্ষা করেন। বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood।
While other leaders showed composure, Pakistan PM Shehabaz Sharif came running to Putin to shake his hand…. pathetic attention seeking behaviour.
Xi Jinping realised what Shehbaz was going to do, so he looked the other way and ignored him 😭 pic.twitter.com/NAEeDw2oyY
— Incognito (@Incognito_qfs) August 31, 2025
অবশ্যই পড়ুন: পাত্তা দেয়নি দল! অবসরের পরই পুজারাকে আবেগঘন চিঠি প্রধানমন্ত্রী মোদির
নেট নাগরিকদের প্রতিক্রিয়া
এক্স হ্যাঙ্গেল থেকে ভাইরাল হওয়া ভিডিওটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের কর্মকাণ্ড দেখার পর কমেন্ট বক্সে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকরা। ভিডিওটি চাক্ষুষ করার পর এক নেট নাগরিক লিখেছেন, এসসিও শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আয়োজক দেশের প্রেসিডেন্টও উপেক্ষা করেছেন। আরেকজনের বক্তব্য, পুতিন জিনপিংকে বলছে, হাত মেলানোর পর বিরিয়ানি চায় এরা! সব মিলিয়ে, এসসিও শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই পুতিনের সাথে হাত মেলাতে গিয়ে পাক প্রধানমন্ত্রীর লম্ফঝম্ফে হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |