কৃশানু ঘোষ, কলকাতাঃ ইচ্ছা থাকলে উপায় হয়! আর সেই কথাই প্রমাণ করলেন ১৯ বছরের শুভম শবর (Shubham Sabar)। শুধু ইচ্ছাশক্তির জোরেই আজ দারিদ্রতাকে হার মানালেন তিনি। শুধু দারিদ্রতাকেই যে হার মানিয়েছেন শুভম তা নয়, সমাজের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণাও। চলুন জেনে নেওয়া যাক কীভাবে দিনে কঠিন শ্রমের পর, রাতে পড়াশোনা করে MBBS-এ ভর্তি হলেন তিনি।
ইচ্ছা থাকলে উপায় হয়!
ওড়িশার খুরদা জেলার মুদুরলিদিয়া গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেও কখনও হাল ছাড়ার কথা ভাবেনি শুভম। তাঁর বাবা-মা সহদেব এবং রঙ্গি শবর জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। ছোট থেকেই ডাক্তার হওয়ার লক্ষ্যে থেকেছে অনড়। ছোটবেলায় নীলাদ্রিপ্রসাদের একটি স্কুলে নিজের প্রাথমিক পড়াশোনা শেষ করেন তিনি। এর পরে ভুবনেশ্বরের বিজেবি কলেজে ভর্তি হয় সে।
পড়াশোনার খরচ আর পরিবার, দুটোর দেখাশোনা করার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে রাস্তা পরিষ্কার করার কাজে নিযুক্ত হয় সে। নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারের কাছেও পাঠাতেন টাকা। পাশাপাশি সারা দিনের খাটা-খাটুনির পর ক্লান্ত শুভম, রাতে বাড়ি ফিরে ডাক্তারির জন্য শুরু করতেন পড়াশোনা।
আরও পড়ুনঃ হবে ২৫,০০০ কর্মসংস্থান! নিউ টাউনে ২০ একর জমির উপর বিরাট ক্যাম্পাস গড়ছে TCS
সর্বভারতীয় পরীক্ষায় ৪০০০ র্যাঙ্ক শুভমের
অবশেষে অক্লান্ত পরিশ্রমের পর সফল হয়েছে শুভম। সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষায় অর্জন করেছেন ৪,০০০ র্যাঙ্ক। অসাধারণ সাফল্যের পর শুভম দক্ষিণ ওড়িশার অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, বেরহামপুরের MKCG মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি আসন পেয়েছে। ডাক্তার হওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে নিজের লক্ষ্যের দিকে একধাপ এগিয়ে গেলেন ১৯ বছর বয়সী শুভম।
#WATCH | Shubham Sabar, a 19-year-old man from a poor tribal family living in Mudulidhiah village of Khurda district, has cleared the NEET exam and secured admission to the Medical College and Hospital in Odisha’s Berhampur. pic.twitter.com/TeF4HVeIdJ
— ANI (@ANI) August 31, 2025
২৫ আগস্ট, MKCG MCH-এ ভর্তি হয়ে শুভম জানিয়েছেন, “এখন আমার উপর আরও বড় দায়িত্ব। আমাকে কোর্সটি সম্পন্ন করতে হবে। এটা শেষ হলেই, আমি মানুষের আর বাবা-মায়ের সেবা করবো। লক্ষ্য পরিষ্কার কিন্তু যাত্রা কঠিন। আশা করছি আমি সমস্ত বাধা কাটিয়ে জিতবোই।”
আর তাঁর এই সাফল্য শুধু পরিবারের জন্য গর্ব নয়, বরং সমাজের জন্যও এক বিশাল বার্তা। শুভম দেখিয়ে দিলেন, জীবনে প্রতিকূলতা যতই আসুক, কঠোর পরিশ্রম আর দৃঢ় মানসিকতা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। শুভমের এই গল্প এই প্রজন্মের প্রতিটি তরুণ-তরুণীর জন্য একটি শিক্ষা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |