প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার (DA Case) শুনানি! সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ফের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আজ অর্থাৎ সোমবার, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই মামলার দিনক্ষণ এবং সময়সূচিতে বিরাট বদল আনা হয়েছে।
বারবার পিছিয়ে যাচ্ছে DA মামলা
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে শীর্ষ আদালতে। আগেই রাজ্যকে ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। বরং আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। কারণ, বকেয়া মহার্ঘভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। সেই আবেদনের ভিত্তিতে গত ৪ আগস্ট থেকে ৭ আগস্ট প্রতি দিনই শুনানি হয় আসছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। এমনকি গত ১২ আগস্টও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল।
কবে হবে পরবর্তী শুনানি?
দিনের পর দিন দিনক্ষণ পরিবর্তনে মামলার জল গড়িয়েছে অনেকদূর। পরে ২৬ আগস্ট নতুন তারিখ দেওয়া হলেও, সেদিনও শুনানি হয়নি। এমন পরিস্থিতিতে আজ, ১ সেপ্টেম্বর, সোমবার ১২ নম্বর কোর্টে দুপুর দুটোয় এই মামলার শুনানি ওঠার কথা ছিল। গত কয়েক দফা শুনানির অভিজ্ঞতা ভালো না থাকায় এবারেও শুনানি নিয়ে অনিশ্চয়তা ছিল, এবার সত্যিই সেটাই বাস্তবের রূপ নিল। শেষ মুহূর্তে ফের তা পিছিয়ে গেল। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আগামী সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে উঠবে এই মামলা।
আরও পড়ুন: অযোগ্যদের তালিকায় বীরভূমের বিজেপি নেতার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম! CBI-র দ্বারস্থ স্বামী
উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, মহার্ঘ ভাতা বা DA সরকারি কর্মীদের মৌলিক অধিকার। সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে DA দিতে হবে রাজ্যকে। কিন্তু সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল নবান্ন। কিন্তু তাতেও বিশেষ সুবিধা ও লাভ হয়নি। উল্টে শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে, অন্তত ২৫ শতাংশ বকেয়া মেটাতেই হবে রাজ্যকে। কিন্তু তা নিয়েও এখনও গড়াচ্ছে মামলার জল, শেষ পরিণতি যে কী হবে এখন সেটাই দেখার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |