প্রথমার্ধে চমক দেখালেও দ্বিতীয়ার্ধে গেল না রোখা! কাফা কাপে ভারতকে পরাস্ত করল ইরান

Published on:

Iran Beat India In Cafa Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাজিকিস্তানকে হারালেও কাফা কাপের দ্বিতীয় ম্যাচে ইরানের সামনে টিকল না খালিদ জামিলের কৌশল (Iran Beat India)। আর যাই হোক, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে 113 ধাপ এগিয়ে থাকা দলটার সামনে শক্তি দিয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত শূন্যতেই থেমে থাকল ভারতীয় ব্রিগেড। সোমবার হাইভোল্টেজ ম্যাচে সন্দেশ ঝিঙ্গানদের বিচক্ষণ ফুটবলকেও হার মানাল প্রতিপক্ষ। এদিন ভারতীয় দলকে রুখে দিয়ে 3-0 ব্যবধানে জয় তুলে নেয় ইরান। যা ব্লু টাইগার্সদের জন্য বড়সড় ধাক্কা বলাই যায়।

ইরানকে আটকানোর শত চেষ্টা করেছে ভারত

সোমবার, 7-2-1 ফর্মেশনে দল সাজিয়েছিলেন প্রধান কোচ খালিদ জামিল। অর্থাৎ রক্ষণে ভিড় বাড়িয়ে ইরানের দাপাদাপি রুখতে চেয়েছিলেন তিনি। তবে হল উল্টোটা। গতকাল, দুরন্ত প্রতিপক্ষ ইরান বাহিনীকে আটকানোর শত চেষ্টা করেছে ভারতের ছেলেরা। নিজেদের রক্ষণ সামলে প্রতিপক্ষের উপর বেশ কয়েকবার চড়াও হয়েছিল ভারতীয় বাহিনী। তবে কাজের কাজ হয়নি।

মাঝ মাঠে সুরেশ সিং, দানিশ ফারুকরা রক্ষণভাগ এবং বিক্রম প্রতাপ বা আশিক কুরুনিয়ানরা দুই উইংয়ের দায়িত্ব পালন করতে নেমেছিলেন। সেই মতোই, প্রথমার্ধে কিছুতেই ইরানকে সুযোগ তৈরি করতে দেননি খালিদের ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধে আসল খেলা দেখায় প্রতিপক্ষ। প্রথম 45 মিনিটে কাজের কাজ না হওয়ায় দ্বিতীয়ার্ধে পৌঁছে মেন ইন ব্লুর দুর্গ ভাঙতে একেবারে মরিয়া হয়ে উঠে ইরান। এদিকে, ভারতীয় দলে ততক্ষণে একাধিক বদল হয়েছে। কিন্তু তাতেও প্রতিপক্ষকে আটকে রাখা গেল না।

অবশ্যই পড়ুন: ‘শেষ দেখে ছাড়ব!’ কেন DA মামলার শুনানি পিছোল সুপ্রিম কোর্ট? জানালেন মলয়

59 মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে ভেসে আসা ক্রস ধরতে পারেননি রাহুল ভেকে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে সহজ গোল করেন ইরানের আমির হোসেন। প্রথম গোল খেয়ে হজম করলেও পালটা দিতে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় ব্রিগেড, তবে সোমবার আক্রমণের জন্য ভারত যত এগিয়েছে ততই সাফল্য পেয়েছে প্রতিপক্ষের ছেলের। প্রথম গোলের পর 89 মিনিটে ইন্টার মিলানের প্রাক্তন স্ট্রাইকার তারেমি একার দক্ষতায় ভারতীয় ডিফেন্ডারদের সামনে থেকে বল এগিয়ে দেন জাহানবকশের দিকে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সেই মতো, জোরালো শট করতেই বল জালে জড়িয়ে যেতে পারত, তবে তা আটকে দেন গুরুপ্রীত সিং। কিন্তু তাতে কাজের কাজ হয়নি, ফিরতি বলে গোল করে বসেন ইরানের আলিপোরঘারা। এরপর আবারও 93 মিনিটে পৌঁছে ভারতের ছেলেদের বোকা বানিয়ে গোল করেন তারেমি-জাহানবকশ জুটি। আর তাতেই ভারতের বিরুদ্ধে নিজেদের ভাগ্য লিখে নেয় ইরান। অন্যদিকে তাজিকিস্তানকে হারানোর পর যে আত্মবিশ্বাসটা চাগার দিয়ে উঠেছিল খালিদ জামিলের ছেলেদের, সোমবার ইরানের হাতে বধ হতেই এক নিমেষে তা হতাশায় পরিণত হল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥