সহেলি মিত্র, কলকাতাঃ নবান্ন অভিযানের পর এবার বিধানসভা ঘেরাও (Bidhansabha Gherao) অভিযানের ডাক দিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসি (SSC)-র অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা। আর এই তালিকায় নাম রয়েছে ১৮০৬ জনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে শনিবার সেই তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আর এই তালিকায় যাদের নাম রয়েছে ও তাঁদের অনেকেই তৃণমূলের নেতা, বিধায়ক ঘনিষ্ঠ। আর এসবের মধ্যেই এবার বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দিয়ে শোরগোল ফেলে দিলেন যোগ্য শিক্ষকদের মুখ সুমন বিশ্বাস (Suman Biswas)।
বিধানসভা ঘেরাওয়ের ডাক ‘যোগ্য’ শিক্ষকদের
সামনেই রয়েছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর আবহে বাংলায় দুটো ঘটনাকে নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। সেই দুটি জিনিস হল এসএসসির চাকরি মামলা এবং অন্যটি হল ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলা। দুটিকে ঘিরে একের পর এক বিতর্কের দানা বেধেই চলেছে। গত শনিবার এসএসসি কতজন অযোগ্য শিক্ষক রয়েছেন সেটির তালিকা প্রকাশ করেছে। আর এরপরেই নিজেদের চাকরি পুনরায় ফিরে পেতে মরিয়া যোগ্য শিক্ষকরা। এহেন পরিস্থিতিতে নিজেদের হকের দাবি ছিনিয়ে নিতে আগামী ৪ সেপ্টেম্বর বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দিলেন তাঁরা।
স্বাভাবিকভাবেই যোগ্য শিক্ষকদের এহেন গর্জনের ফলে কিছুটা হলেও বিপাকে পড়বে রাজ্য সরকার, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ সুমন বিশ্বাস এক ভিডিও বার্তায় বলেন, ‘৪ তারিখ যোগ্য শিক্ষকরা যে যেখান থেকে পারবেন বিধানসভা আসুন, ঘেরাও করুন। যারা বেতন পাচ্ছেন তারাও আসুন।’ সেইসঙ্গে রাজ্য বিধানসভায় এই বিষয়টি উঠুক, এর পাশাপাশি শীঘ্রই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার দাবিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘শেষ দেখে ছাড়ব!’ কেন DA মামলার শুনানি পিছোল সুপ্রিম কোর্ট? জানালেন মলয়
এসএসসি ১,৮০৬ জন দাগি নামের তালিকা প্রকাশ করার পর থেকে বিরোধী নেতারা উল্লেখ করেছেন যে তালিকাটি অসম্পূর্ণ এবং SSC যদি সমস্ত অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করে তবে সংখ্যাটি ৬,০০০ পর্যন্ত হতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে, যদিও সংখ্যাটি নিয়ে তারও সন্দেহ আছে, তবে তিনি যোগ্য প্রার্থীদের পরিষেবার জন্য সুরক্ষা নিশ্চিত করতে চান। যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে শুভেন্দু আরও বলেন, “এসএসসি ১,৮০৬ জন দাগি প্রার্থীর নাম প্রকাশ করেছে। যদি আমরা ধরে নিই যে এটাই আসল সংখ্যা, তাহলে সরকারের যোগ্য প্রার্থীদের নাম প্রকাশে কোনও সমস্যা হওয়ার কথা নয়। আমরা চাই সরকার সেই যোগ্য শিক্ষকদের চাকরি ধরে রাখার জন্য একটি প্রস্তাব আনুক; আমরা সর্বসম্মতিক্রমে এটিকে সমর্থন করব।”
দাবি না মানলে অনশনের হুঁশিয়ারি শিক্ষকদের
যোগ্য শিক্ষকরা সোমবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সুমন বিশ্বাসও ছিলেন। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ওই বৈঠকেই যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে এবং ২৪ ঘণ্টা সময়ও দেওয়া হয়েছে। তালিকা না প্রকাশ পেলে তাঁরা অনশনে বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। যোগ্য শিক্ষকদের একাংশের বক্তব্য, ”চাকরি চুরি করেছে বোর্ড, রাজ্য সরকার, শাসক দল, অযোগ্যরা। তাই আমরা আর পরীক্ষায় কেন বসব। বরং সর্বদল বৈঠক করে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই কারণেই বিধানসভা ঘেরাওয়ের ডাক দিচ্ছি।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |