SIR-র পর নতুন ভোটার কার্ড! থাকবে উন্নত প্রযুক্তি ও নয়া ছবি, সিদ্ধান্ত কমিশনের

Published on:

New Voter Card

কৃশানু ঘোষ, কলকাতাঃ চলতি বছরের অক্টোবর মাসেই অনুষ্ঠিত হতে পারে বিহারের বিধানসভা নির্বাচন। আর সেই উদ্দেশ্যে জোর কদমে SIR প্রক্রিয়া চলছে। রিপোর্ট অনুযায়ী, SIR মিটলেই এবার নতুন ভোটার কার্ড (New Voter Card) দেওয়া হবে বিহারবাসীকে। তবে, নতুন এই ভোটার কার্ড সাধারণ কোনও কার্ড নয়, এটি হবে নতুন প্রযুক্তি নির্ভর! চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত!

নতুন সিদ্ধান্ত কমিশনের!

SIR সম্পূর্ণ করার উদ্দেশ্যে, নিবিড় সমীক্ষা করে গত ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওই খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে বিহারের ভোটার সংখ্যা ৭.২৪ কোটি। এবার পরবর্তী পদক্ষেপ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর, SIR-এর ফাইনাল তালিকা প্রকাশ করার হবে, এবং তার পরেই ভোটার কার্ড বন্টনের দিনক্ষণ জানানো হবে।

এমনকি সেই উদ্দেশ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে, ভোটার তালিকার ফর্ম পূরণ করার সময় ভোটারদের কাছ থেকে তাদের সাম্প্রতিক অর্থাৎ একদম নতুন ছবি চাওয়া হয়েছে। জানা গিয়েছে, এই নতুন ছবিই ছাপা হবে নয়া ভোটার কার্ডে। আর এমন সংবাদ পাওয়া গিয়েছে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের সূত্রে।

আরও পড়ুনঃ নজরে ভারত, অ্যাসেজ ও বিশ্বকাপ! আচমকাই T20 থেকে অবসর মিচেল স্টার্কের

SIR-এর সর্বশেষ আপডেট?

নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৯ শতাংশ ভোটার নিজেদের নথি জমা দিয়ে দিয়েছেন। এর পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য ২ লক্ষ আবেদন জমা পড়েছে, এবং ভোটার তালিকায় নাম যোগ করার জন্য ৩৩,৩২৬টি আবেদন জমা পড়েছে। এমনকি ভোট কেন্দ্রে ভিড় কমাতে, বুথের সংখ্যা ৭৭,০০০ থেকে বাড়িয়ে করা হবে ৯০,০০০।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥