সৌভিক মুখার্জী, কলকাতা: বিরল এক মহাজগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছি আমরা। হ্যাঁ, আগামী 7 সেপ্টেম্বর কুম্ভ রাশিতে ঘটতে চলেছে বিরল চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2025)। তবে এটি সাধারণ কোনও গ্রহণ নয়, বরং এই সময়ে চাঁদ থাকবে রাহুর সঙ্গে একই ডিগ্রিতে, আর কুম্ভ রাশির অধিপতি স্বয়ং শনিদেব একেবারে পেছনে থাকবে। একদিকে রাহু আর অন্যদিকে শনি, এই যুগলবন্দী এক অদ্ভুত টানাপোড়েন সৃষ্টি করবে কয়েক রাশির জীবনে।
জ্যোতিষশাস্ত্র বলছে, রাহু চাঁদকে আচ্ছন্ন করে বিভ্রান্তি সৃষ্টি করবে, আর শনি চাপ দিয়ে ধৈর্য ও শৃঙ্খলা শেখাবে। ফলে হঠাৎ করেই এমন কিছু ঘটনা সামনে আসতে পারে, যা জীবনকে সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। যদিও অনুমান করা হচ্ছে, সব রাশি এর প্রভাব পাবে। তবে পাঁচটি রাশিতে প্রভাব পড়বে সবথেকে বেশি। চলুন বিস্তারিত জেনে নেব।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এই গ্রহণ বিশেষ প্রভাব ফেলবে। এমন কিছু সত্য হঠাৎ প্রকাশ্যে আসতে পারে, যা এতদিন এড়িয়ে গিয়েছিলেন। সেটা কারোর সাথে সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্র বা স্বাস্থ্য সম্পর্কিত কোনও ব্যাপারে হতে পারে। রাহুর বিভ্রান্তি এই রাশির জাতক জাতিকাদের সমস্যাকে আরও বড় করে তুলতে পারে। তবে শনির উপস্থিতি ধৈর্য ধরতে শেখাবে আর অযথা তাড়াহুড়ো করে কোনোরকম আর্থিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং প্রার্থনা, আত্মচিন্তা আর পুরনো ভয় কাটানোর চেষ্টা করতে হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ একেবারে সোনার খনি। হ্যাঁ, আপনার পরিচয়, আপনার সিদ্ধান্ত, সবকিছু নিয়েই পরিস্থিতি প্রশ্ন তুলবে। সম্পর্কের ভুল বোঝাবুঝি হতে পারে, এমনকি কর্মক্ষেত্রে কোনও কথার ভুল ব্যাখ্যা হতে পারে। মনে হতে পারে আপনার চারপাশ আপনাকে বুঝতে পারছে না। তাই ঝগড়া না করে নিজেকে গুছিয়ে নিতে হবে। শারীরিকভাবে ছোটখাটো সমস্যাগুলিকে অবহেলা করা চলবে নয়। আর এই সময়কাল আপনাকে শেখাবে যে, আপনার কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত নয়।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ স্বাস্থ্যের ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলবে। দৈনন্দিন জীবনে চাপ বাড়তে পারে, এমনকি অফিসে হঠাৎ সমস্যা বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। শরীর ইঙ্গিত দেবে যে, অবহেলা করলে বড় কোনও সমস্যা হতে পারে। তাই নিয়মিত খাবার, ব্যায়াম এবং বিশ্রাম নিতে হবে। কর্মস্থলে রাজনীতিতে জড়ানো এড়িয়ে চলুন। শনির ধৈর্য এবং রাহুর পরীক্ষা দুই’ই উপকারে আসবে, যদি নিজের রুটিনে অনড় থাকেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গ্রহণ পরিবার ও বাড়ির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। হঠাৎ করে বাড়ির মধ্যে কোনো টানাপোড়েন বা পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সম্পত্তি বা উত্তরাধিকারের প্রসঙ্গ অস্থিরতায় ফেলবে। রাহু ভুল বোঝাবুঝি সৃষ্টি করলেও শনি পুরনো প্রতিক্রিয়া জানানোর শিক্ষা দেবে। তাই শান্ত থাকতে হবে। বাড়ির পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, আর এই সময়কাল আপনাকে শেখাবে যে, আসল নিরাপত্তা কোথায় এবং কাদের সঙ্গে আপনি সত্যিকারের সুখ অনুভব করেন।
আরও পড়ুনঃ বালুচিস্তানে সভায় আত্মঘাতী বিস্ফোরণ! পাকিস্তানে জোড়া হামলায় প্রাণ হারাল ২৬ জন
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ আধ্যাত্মিক মোড় নেবে। কোনও স্বপ্ন বা একাকিত্বের টান অনুভব করতে পারবেন। হয়তো বুঝতে পারবেন যে, কিছু সম্পর্ক বা অভ্যাস আপনাকে আর মানিয়ে নিতে পারছে না। রাহু, শনি একসঙ্গে অপ্রত্যাশিত সমাপ্তি ঘটাবে। তবে সেই শেষের মধ্যেই আপনার নতুন শুরু লুকিয়ে থাকবে। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন না। বিশেষ করে অন্যের সমস্যা নিজের ঘাড়ে টানবেন না। নিজের শরীরের যত্ন নিতে হবে, আর ধ্যান-প্রার্থনা করলে উপকার লাভ করতে পারবেন।