পাক মিসাইল ধুলোয় মিশিয়ে ছিল সে, এবার সেই S-400 এর সংখ্যা বাড়াতে চলল ভারত

Published on:

India-Russia S-400 Deal New Delhi will buy more s400

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে আমেরিকা যত চাপ বাড়িয়েছে ততই আরও কাছাকাছি এসেছে ভারত-রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ উপেক্ষা করে আজও মস্কো থেকে তেল কিনে চলেছে নয়া দিল্লি। আগামীতেও যে এই বাণিজ্য অব্যাহত থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না। ঠিক সেই আবহে এবার পাক মিসাইল ধ্বংসকারী যুদ্ধের বর্ম S-400 বা সুদর্শন চক্রের সংখ্যা আরও বাড়াতে চলেছে ভারত (India-Russia S-400 Deal)। সেই মর্মে, ইতিমধ্যেই রাশিয়ার সাথে আলোচনা শুরু হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের।

S-400 নিয়ে জোর কদমে চলছে আলোচনা

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই রাশিয়ার হাত ধরে একাধিক সুদর্শন চক্র পেতে চলেছে ভারত। রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, S-400 মিসাইল সিস্টেম নিয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে আলোচনা অব্যাহত। এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিক দিমিত্রি শুগায়েভের কথায়, সব ঠিক থাকলে খুব শীঘ্রই আলোচনার ভিত্তিতে ভারতকে আরও S-400 মিসাইল সিস্টেম সরবরাহ করা হবে।

রাশিয়ার সুরক্ষাকবচের গুরুত্ব বুঝেছে ভারত

রাশিয়ার হাতে তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন শত্রুর মিসাইল ধ্বংসকারী সুরক্ষাকবচ বা S-400 কতটা শক্তিশালী, তা হারে হারে টের পেয়েছে শত্রু হিসেবে পরিচিত পাকিস্তান। পহেলগাঁও জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদীর দেশে একেবারে বুক চিতিয়ে তাণ্ডব চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা। বেছে বেছে জঙ্গি খাঁটিগুলিকে গুঁড়িয়ে একরাশ গর্ব নিয়ে দেশে ফিরে আসে ভারতীয় বায়ুসেনার পাইলটরা। তবে নির্লজ্জ পাকিস্তান সন্ত্রাসবাদের হয়ে ভারতের উপর হামলা চালায়। আর ঠিক সেই সময়ে শত্রুর প্রতিটি মিসাইল একার হাতে রুখে দিয়েছিল রাশিয়ার এই সুদর্শন চক্র বা S-400 ডিফেন্স সিস্টেম। সেই থেকেই এর গুরুত্ব বুঝেছে ভারত।

সুদর্শন চক্রের ক্ষমতা

রাশিয়া থেকে পাওয়া S-400 মিসাইল সিস্টেমটি আধুনিক যুদ্ধের জন্য একেবারে যথাযথ। বলে রাখি, এই ডিফেন্স সিস্টেমটি অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্র বা ড্রোন চিহ্নিত করতে পারে। একই সাথে, 400 কিলোমিটারে থাকা শত্রুর ক্ষেপণাস্ত্র সহজেই নিষ্ক্রিয় করতে সক্ষম এই রুশ মিসাইল সিস্টেম। গত মে মাসে পাকিস্তান এবং চিনের উপর কড়া নজর রেখে 3টি S-400 রাজস্থান, পাঞ্জাব এবং উত্তর-পূর্বে মোতায়েন করেছে নয়া দিল্লি।

অবশ্যই পড়ুন: প্যান্ট কেনার টাকা নেই? পুতিনের সাথে বৈঠকে হাসির খোরাক পাক প্রধানমন্ত্রী! ভিডিও ভাইরাল

উল্লেখ্য, প্রথমবারের মতো রাশিয়া থেকে ভারতের S-400 কেনার কারণ ছিল চিন। ড্রাগনের সাথে ক্রমবর্ধমান সংঘাতের কথা মাথায় রেখে 2018 সালে পুতিনের দেশ থেকে 5.5 বিলিয়ন ডলারের চুক্তিতে 5টি সুদর্শন চক্র পাওয়ার কথা ছিল ভারতের। তবে বেশ কিছু সমস্যার কারণে সেই সরবরাহ বিলম্বিত হয়। যদিও শোনা যাচ্ছে, 2026-27 সালের মধ্যে এই চুক্তির শেষ দুটি মিসাইল সিস্টেম পাবে নয়া দিল্লি। আর তার আগেই সুদর্শন চক্রের সংখ্যা আরও বাড়াতে রাশিয়ার সাথে পুরোদমে আলোচনা শুরু করে দিল ভারত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥