শুল্ক দিয়েই আমেরিকাকে শেষ করছে ভারত! ফের বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট

Published on:

Donald Trump

সৌভিক মুখার্জী, কলকাতা: শুল্ক নিয়ে আবারও ভারতকে তুলোধোনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার এক রেডিও শো’তে অংশ নিয়ে তিনি দাবি করছেন, ভারতের পক্ষ থেকে তাকে ‘নো ট্যারিফ’ বা ‘শূন্য শুল্ক’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি আমেরিকা কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরেই ভারত এই ঘোষণা করেছে।

ট্রাম্প সাফ বলেছেন, ভারত দীর্ঘদিন ধরেই বিশ্বের সবথেকে বেশি শুল্ক ধার্য করা দেশ ছিল। তবে আমি যখন আমেরিকার স্বার্থে কঠোর পদক্ষেপ নিলাম, ঠিক তখনই তারা শূন্য শুল্ক করার প্রস্তাব দিল। আর আমি যদি শুল্ক না বাড়াতাম, তাহলে এরকম প্রস্তাব কোনোদিনই আসত না।

এমনকি তিনি এও বলেছেন যে, তিনি শুল্ককেই একমাত্র আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার উপায় মনে করেন। তাঁর কথায়, চিন শুল্কের জেরে আমেরিকাকে শেষ করছে, আর ভারতও তাই করছে। অন্যদিকে ব্রাজিলও ছাড়ছে না। আমি শুল্কের খেলাটা অন্য যেকোনও মানুষের থেকে ভালো বুঝি।

রাশিয়া-ভারত নিয়েই কঠোর হুঁশিয়ারি

প্রসঙ্গত শুধুমাত্র বাণিজ্য নয়, বরং এদিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও ভারতকে সরাসরি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত তিনি ফেজ টু বা ফেজ থ্রি শুল্ক চাপাননি। তবে ভারত যেহেতু রাশিয়ার সবথেকে বড় তেল আমদানিকারক দেশ, তাই সেকেন্ডারি ফাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দিল্লি।

এদিকে আগস্ট মাসের শেষে আমেরিকা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক বসিয়েছে। তার আগে চলতি মাসে ২৫% শুল্ক আরোপ করেছিল। এর ফলে ভারতীয় রপ্তানির উপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০%। ট্রাম্পের মতে এই পদক্ষেপ রাশিয়াকে আঘাত করার জন্যই। কারণ এতে রাশিয়ার তেল বিক্রিতে অনেকটাই ভাটা পড়বে।

তিনি স্পষ্ট বলেছেন, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনতে থাকে, তাহলে তাদের বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে। দুই সপ্তাহ আগেও আমি সতর্কবার্তা দিয়েছিলাম, আর এখন সেটাই বাস্তবে পরিণত হচ্ছে।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে গুলির লড়াইয়ে শহীদ ২ জওয়ান, গুরুতর আহত ১

ভারত-আমেরিকার একতরফা বাণিজ্য সম্পর্ক?

এদিকে ভারত-আমেরিকা দ্বীপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করছেন, এতদিন ধরে আমেরিকা একতরফা ভাবে ক্ষতির মুখে পড়ছে। ভারতের বাজারে আমেরিকার কোম্পানিগুলি প্রবেশ করতে পারেনি চড়া শুল্কের কারণে। অথচ ভারত দীর্ঘদিন ধরেই বিপুল পরিমাণে পণ্য আমেরিকায় রপ্তানি করে চলেছে এবং লাভের গুড় খেয়েছে। ভারত এখন বলছে তারা শুল্ক শূন্য করে দেবে। তবে এত দেরিতে এই প্রস্তাব কেন? বছরের পর বছর ধরে একপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিল। এখন এরকম বললে তো হবে না!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥