শুক্র থেকেই কমবে বৃষ্টির দাপট! সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস পড়ে গেলেও এখনও বৃষ্টি দুর্যোগ কাটেনি বঙ্গের আকাশ থেকে। কখনও কখনও নীল আকাশ ছেয়ে যায় সাদা মেঘে, তো আবার কখনও কখনও ঘন কালো মেঘ ধেয়ে আসে। রোদ বৃষ্টির এই খেলায় বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্যবাসী। এমনকি পুজোতেও কলকাতা ভাসতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে জানা যাচ্ছে, নিম্নচাপ ওড়িশা ও ঝাড়খণ্ড পেরিয়ে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে। যার জেরে খানিকটা বদলাবে বাংলার আবহাওয়া (Weather)।

নিম্নচাপের গতিপ্রকৃতি নিয়ে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, সুস্পষ্ট নিম্নচাপ এইমুহুর্তে ওড়িশা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টায় তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। এবং এটি ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ফের ওড়িশায় অবস্থান করছে। যেটি কিনা রাজস্থানের জয়সলমীর কোটা গুনা জব্বলপুর হয়ে ছত্রিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে গোপালপুর থেকে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই সেক্ষেত্রে এবার বৃষ্টি দুর্যোগ কমতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির দাপট খানিকটা কমবে। যার ফলে সপ্তাহ শেষে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: নন্দীগ্রামে অন্য খেলা! মমতা নয়, শুভেন্দুর বিরুদ্ধে একে প্রার্থী করতে পারে তৃণমূল, জোর চর্চা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির সতর্কতা জারি করা হলেও উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির দাপট অনেকটাই কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ভরপুর বজায় থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥