সকাল ৬:৩০ থেকে স্কুল! HS-র তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য প্রাথমিক ক্লাসের সময় বদল

Published on:

HS 3rd Semester Exam

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা (HS 3rd Semester Exam)। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এটি, চলবে ২২ সেপ্টেম্বর অবধি। এসবের মধ্যেই স্কুলগুলির পঠনপাঠনে যাতে কোনওরকম সমস্যা না হয় সেজন্য সময়সীমা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত স্কুলগুলিতে প্রাথমিকের ক্লাসের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেবেন এই নতুন সময়সীমা সম্পর্কে।

প্রাথমিকের ক্লাস নিয়ে বিজ্ঞপ্তি

এমনিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ (WBCHSE) ঘোষণা করেছে যে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ৩ পরীক্ষা ৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। একটি বড় পরিবর্তনের মাধ্যমে, রাজ্য বোর্ড ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য উচ্চমাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার পদ্ধতি বাস্তবায়ন করেছে। গত শিক্ষাবর্ষে, একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট স্কুল কর্তৃক আয়োজিত সেমিস্টার ১ এবং ২ তে পরীক্ষা দিয়েছিল। যারা উভয় সেমিস্টারেই উত্তীর্ণ হয়েছে তারা সেপ্টেম্বরে শুরু হওয়া সেমিস্টার ৩ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। এতো গেল পরীক্ষার কথা। এবার আসা যাক প্রাথমিকের ক্লাসের সময়সীমা ঠিক কখন হবে, কী কী নয়া নির্দেশিকা জারি করা হয়েছে সে সম্পর্কে।

আরও পড়ুনঃ ‘SSC-র অফিসারদের চাকরি কীভাবে থাকে?’ হাইকোর্টের প্রশ্নে চেপে গেলেন কল্যাণ

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে থাকা সকালের সময়ে (মর্নিং) প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তবে সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে সকাল ৬টা ৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই মিড ডে মিল সহ সমস্ত শিক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে, দিনের শিফটে চলা প্রাথমিক বিদ্যালয়গুলিকে সাময়িকভাবে মর্নিং ক্লাস নিতে বলা হয়েছে। তারাও একইভাবে সকাল ৬টা ৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত ক্লাস করবে এবং মিড ডে মিলের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করবে। তবে যেসব প্রাথমিক বিদ্যালয় উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের প্রাঙ্গণে নয়, সেগুলি স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই চলবে।

কবে এবং কখন হবে পরীক্ষা

এর পাশাপাশি বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২ সেপ্টেম্বর প্রকাশিত আগের নির্দেশিকা (মেমো নং ১৯৮২/WBBPE/২০২৫) বাতিল বলে গণ্য হবে। ফলে নতুন নির্দেশিকা অনুযায়ীই সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে ব্যবস্থা নিতে হবে। যাইহোক, WBHS রুটিন ২০২৫ অনুসারে, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার (প্রথম পরীক্ষা) ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে ১১:১৫, ভিজ্যুয়াল আর্টস, সঙ্গীত এবং বৃত্তিমূলক বিষয়গুলি বাদে, যা ৪৫ মিনিটের জন্য সকাল ১০টা থেকে ১০:৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥