৯ সেপ্টেম্বর পড়ছে ৯/৯/৯-এর বিরল মহা সংযোগ! ভুলেও করবেন না এই কাজগুলি

Published:

Numerology
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখটি ক্যালেন্ডারের পাতায় সাধারণ কোনও দিন নয়, বরং অংকশাস্ত্র (Numerology) অনুযায়ী এই দিনটিকে বিরল ও শক্তিশালী দিন হিসেবেই গণ্য করা হচ্ছে। কারণ এই দিনে তৈরি হচ্ছে ৯/৯/৯ এর বিরল মহাযোগ।

৯/৯/৯ মানে কী?

৯ সেপ্টেম্বর, ২০২৫-র তারিখ ৯, মাস সেপ্টেম্বর অর্থাৎ ৯ এবং বছর ২০২৫, অর্থাৎ ২+০+২+৫ = ৯। অর্থাৎ এইদিন তারিখ, মাস আর বছরের যোগফল সব কিছুই ৯। আর এটাই অংকশাস্ত্রের ভাষায় ৯/৯/৯ এর বিরল সমন্বয়। তবে সবথেকে আশ্চর্যের বিষয়, এদিন পড়ছে মঙ্গলবার, যেটি আরো মঙ্গলের দিন।

কেন বিশেষ এই দিনটি?

আসলে অংকশাস্ত্রে ৯ নম্বরের শাসক হল স্বয়ং মঙ্গল গ্রহ। মঙ্গল মানে শক্তি, সাহস আর নেতৃত্বের পরিবর্তন। ফলে এই দিনে জন্মানোর যোগকে বিশেষ শক্তির প্রতীক হিসেবেই মানা হচ্ছে। আবার ৯+৯+৯ যোগ করলে হয় ২৭, আবার ২+৭ করলেও ফের ৯ পাওয়া যায়। এইভাবেই এই সংখ্যাটির পুনরাবৃত্তি একে আরো প্রভাবশালী করে তুলছে।

৯ সেপ্টেম্বর, ২০২৫-এর পঞ্জিকা

পঞ্জিকা ঘেঁটে জানা যাচ্ছে, এই বিশেষ মঙ্গলবারে দ্বিতীয়া তিথি পড়ছে, নক্ষত্র উত্তরাভদ্রপদা, কৃষ্ণপক্ষ, গণ্ড যোগ এবং চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার যদি আমরা অশুভ মুহূর্ত নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাব—

  • দুষ্টম মুহূর্ত পড়ছে সকাল ৮:৩২ থেকে ৯:২৩ পর্যন্ত।
  • কুলিক মুহূর্ত পড়ছে দুপুর ১:৩৩ থেকে ২:২৩ মিনিট পর্যন্ত।
  • কান্তক মুহূর্ত পড়ছে সকাল ৬:৫২ থেকে ৭:৪২ মিনিট পর্যন্ত।
  • রাহু কাল পড়ছে বিকেল ৩:২৬ থেকে ৫:০০ পর্যন্ত।
  • যমঘণ্ট পড়ছে সকাল ১০:১৩ থেকে ১১:০৩ মিনিট পর্যন্ত।
  • যমগন্ড পড়ছে সকাল ৯:১০ থেকে ১০:৪৪ মিনিট পর্যন্ত।

শুভ সময় নিয়ে যদি আলোচনা করি, তাহলে অভিজিৎ মুহূর্ত পড়বে সকাল ১১:৫৭ থেকে ১২:৪৩ মিনিট পর্যন্ত।

আরও পড়ুনঃ ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল! কেমন আছেন এখন?

কী কী করা এড়িয়ে চলবেন এই দিন?

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছে, যেহেতু এই দিনটি মঙ্গলের প্রভাবশালী, তাই অযথা ভ্রমণে না বেরনোই ভালো। কারণ দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে। পাশাপাশি গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনো কাজ তাড়াহুড়ো করে না করে ধীরে সুস্থে করা জরুরী। পাশাপাশি রাগ, ঝগড়া বা বিতর্ক থেকে দূরে থাকুন এবং ধারালো জিনিস ব্যবহারে সতর্ক থাকুন।

কিন্তু হ্যাঁ, এই দিন ভগবান হনুমানকে যদি পূজা করেন বা মঙ্গলদেবকে শান্ত করার জন্য রক্তরঙা ফুল অর্পণ করেন, তাহলে জীবনে প্রচুর উপকার লাভ করতে পারেন। পাশাপাশি রক্তদান বা দান ধ্যানে অংশ নিলে ইতিবাচক ফলাফল পাবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join