ভারতীয় পড়ুয়া সহ H-1B ভিসা ধারকদের দেশ থেকে তাড়াতে নতুন ছক ট্রাম্পের

Published on:

Donald Trump On H-1B Visa Holders Huge restrictions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক মহলে বারবার সমালোচিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতি। দেশ থেকে অভিবাসী দূর করতে নানান সময়ে নতুন নতুন কৌশল এঁটেছেন আমেরিকার প্রেসিডেন্ট। এবার মার্কিন শাসকের রোষানলে বিদেশি পড়ুয়া ও H-1B ভিসাধারীরা (Donald Trump On H-1B Visa Holders)।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিদেশি পড়ুয়াদের দেশ ছাড়া করতে এবার নতুন পরিকল্পনা ফেঁদেছেন ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে, মার্কিন অভিবাসী দপ্তর ছাত্র ভিসা এবং H-1B ভিসায় আমেরিকায় যাওয়া বিদেশি পড়ুয়াদের রেকর্ড পরীক্ষা করছে। সূত্রের খবর, যদি কোনও পড়ুয়া কিংবা H-1B ভিসাধারী ব্যক্তি নির্ধারিত কাজের বাইরে অন্যভাবে আয় করেন এবং সেটা যদি রাজস্ব বিভাগকে না জানানো হয়, সে ক্ষেত্রে আমেরিকা থেকে তাদের বহিষ্কারের পথে হাঁটতে পারে ট্রাম্প সরকার।

আমেরিকা থেকে বিদেশি পড়ুয়াদের বহিষ্কারের নতুন ছক ট্রাম্প প্রশাসনের!

আমেরিকায় বিদেশি অভিবাসীদের নিয়ে ট্রাম্পের কড়াকড়ির মাঝে মার্কিন অভিবাসন বিভাগের আইনজীবী জাথ সাও জানিয়েছেন, এমন অনেক H-1B ভিসাধারী রয়েছেন যারা আমেরিকায় চাকরির সূত্রে আসেন। এদিকে নির্ধারিত কাজের বাইরে গিয়ে অতিরিক্ত আয়ের জন্য নানান উপায়ে আলাদা আলাদা উৎস থেকে রোজগার করেন তারা। কেউ কেউ পার্ট টাইম কাজ করে আয় করেন। তবে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এভাবে নির্দিষ্ট কাজের বাইরে অন্যান্য উৎস থেকে রোজগার করার অর্থ তারা আমেরিকার কর ফাঁকি দিচ্ছেন। মূলত সে কারণে, রেকর্ড পরীক্ষা করে তাদের বহিষ্কার করতে পারে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের কড়াকড়িতে যথেষ্ট উদ্বিগ্ন বিদেশীরা

দ্বিতীয়বারের মতো আমেরিকার সিংহাসনে বসার পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিমুহূর্তে ট্রাম্প প্রশাসনের নির্দেশে আমেরিকা জুড়ে চলছে অবৈধ অভিবাসীদের খোঁজ। এবার সেই সূত্র ধরেই ট্রাম্পের লাল চোখ দেখতে হচ্ছে H-1B ভিসাধারী ও বিদেশি পড়ুয়াদেরও। নানান দেশ থেকে আমেরিকায় পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশের দাবি, অনেক সময় নিজের পড়াশোনার পাশাপাশি হাত খরচ চালাতে পার্টটাইম কাজ করতে হয়। কিন্তু এখন আমেরিকার সরকার যে নিয়ম করেছে, তাতে রাজস্ব বিভাগকে না জানিয়ে এই কাজ করলে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। মূলত সে কারণে, যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকায় যাওয়া বিদেশীরা।

অবশ্যই পড়ুন: ‘ইলিশের গাড়ি পিছু ৫০ হাজার তোলাবাজি পুলিশের!’ ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

প্রসঙ্গত, আইনজীবী সাও জানিয়েছেন, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে আরও বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ওই আইনজীবীর বক্তব্য, আমেরিকায় পড়তে যাওয়া শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি যদি কোনও হোটেল বা অন্য কোনও দোকানে পার্ট টাইম কাজ করেন তবে সেক্ষেত্রে সেটিও আইনত অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। আর এসবের মাঝেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অভিবাসী নিয়ে কড়াকড়ির মাঝে আমেরিকায় নানান কারণে যাওয়া ভারতীয়দের দেশ থেকে তাড়াতে চাইছেন ট্রাম্প!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥