সিলিন্ডারে গ্যাসের বদলে জল! আজব ঘটনা বাংলায়, আপনার সাথে এমন হচ্ছে না তো?

Published on:

water in gas cylinder Sannyasikata

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে এমন কোনও বাড়ির হেঁশেল নেই যেখানে কিনা গ্যাস সিলিন্ডারে রান্না হয় না। প্রতি মাসে বুক করতে হয় এটি। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে গ্যাসের বদলে যদি জল ভর্তি সিলিন্ডার আপনার বাড়িতে আসে তাহলে কেমন হয়! শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে বাংলায়।

গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে রয়েছে জল!

রান্নার জন্য ব্যবহৃত ১৪ কেজি গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে রয়েছে জল। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় (Sannyasikata)। এহেন ঘটনার পেছনে অনেকে পরিকল্পিতভাবে দুর্নীতির অভিযোগ তুলেছেন অনেকে। একজন গ্রাহক জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডারটি একটু নাড়ালেই কেমন জলের মতো টুপটুপ করে আওয়াজ হচ্ছে। অভিযোগকারীর বক্তব্য, একটি ১৪ কেজি ওজনের সিলিন্ডার গ্যাস রান্নার জন্য ব্যবহার করতে গিয়ে দেখেন মাত্র ৩ দিনের মধ্যে গ্যাস শেষ। এরপর পরীক্ষা করে দেখেন সেটায় গ্যাসের বদলে রয়েছে জল। জল রীতিমতো থৈথৈ করছে। এহেন ঘটনাকে ঘিরে সন্ন্যাসীকাটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খুরশিদ আলমের অভিযোগ, তিনি যদি কোথাও এই অভিযোগ জানাতে যান তাহলে তাঁর আইডি বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটারদের কাছে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু হয়নি বলে অভিযোগ। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান, এরকম জালিয়াতির ঘটনা রুখতে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে।

আগেও ঘটেছে এরকম ঘটনা

উত্তরবঙ্গে এই প্রথম নয়, চলতি বছরে বালুরঘাটেও একবার এরকম ঘটনা ঘটেছিল। এমনিতে গ্যাসের যা দাম তা কিনতে গিয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেখানে বালুরঘাট হোক বা রাজগঞ্জের ঘটনায় সিলিন্ডারে গ্যাসের বদলে জল উদ্ধার হওয়ার ঘটনা মোটেও ভালো চোখে দেখছেন না মানুষ। সেই সময়ে বালুরঘাটের বেশ কিছু উপভোক্তারা অভিযোগ জানালেও সেই গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে দেওয়া হয় না। গত এপ্রিল মাসে এহেন ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল রাজগঞ্জ এলাকায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥