প্রীতি পোদ্দার, কলকাতা: লক্ষ্মীর ভান্ডারই (Lakshmir Bhandar) হয়ে উঠছে বাংলার অর্থনীতির গেম চেঞ্জার! বাংলার সরকারি প্রকল্পের প্রশংসা করতে গিয়ে চমকপ্রদক মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে ব্যাঙ্কের গ্রাহকদের নিয়ে তিনি একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, আর সেখানেই গ্রাহকদের সঙ্গে কথা বলতে গিয়েই ভূয়সী প্রশংসা করেন লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে।
বীরভূমে গ্রাহক-সম্মেলনের আয়োজন
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, বীরভূমের সিউড়িতে এক বিশেষ গ্রাহক-সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিন মূলত অনুষ্ঠানটি ছিল দশ বছরের পুরনো ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টের জন্য ‘রি-কেওয়াইসি’ করার আবেদন নিয়ে। সেখানে একাধিক ব্যাঙ্কের তরফে বলবীর সিং, অনির্বাণ দত্ত, অঞ্জলি কুমার, প্রণব বিশ্বাস, সঞ্জীব কুমার উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ। এবার তাঁর মুখেই উঠে এল লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ।
কী বলছেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর?
এদিন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেশ প্রশংসা করেছেন। তিনি বলেন, “লক্ষ্মীর ভান্ডার সারা বাংলার ব্যাঙ্কের গতিকে পালটে দিয়েছে। সারা বাংলায় পাঁচ কোটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন লক্ষ্মীদিদিরা। সারা বছরে ব্যাঙ্কে ২৫ হাজার কোটি টাকা জমা পড়ছে। তাঁদের জন্য সব ব্যাঙ্ক ৩০ হাজার কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত। কারণ মেয়েরা কখনও ঋণখেলাপি হয় না।” আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৃণমূল সরকারের জয়জয়কার করছে সকলে।
টাকা জমা না করেও অ্যাকাউন্ট খোলা সম্ভব!
গতকাল বীরভূমের সিউড়িতে এই বিশেষ গ্রাহক-সম্মেলনের অনুষ্ঠানে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা উল্লেখ করতে গিয়ে রিজার্ভ ব্যাংকের এক আধিকারিক জানান, এখন টাকা জমা না করেও অ্যাকাউন্ট খোলা সম্ভব হচ্ছে। আর সেক্ষেত্রে গ্রাহকরা আবার ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই আকর্ষণীয় সুবিধায় বেশ লাভ হবে গ্রাহকদের। এছাড়াও গ্রাহকদের দেওয়া হবে ২ লক্ষ টাকার জীবনবিমা, এবং কেন্দ্রীয় বিভিন্ন সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনা, সুরক্ষা বিমা, জীবনজ্যোতি বিমার সুবিধাও।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! মালদায় মৃত্যু ২ ছাত্রের, উত্তপ্ত এলাকা
প্রসঙ্গত, সিউড়িতে এই বিশেষ গ্রাহক-সম্মেলনে একদিকে যেমন ব্যাংক পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের নানা সুবিধার কথা উল্লেখ করেছেন ব্যাংক আধিকারিকরা, ঠিক তেমনি ব্যাংক ব্যবস্থা নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক নির্দেশ উল্লেখ করেছেন তারা। ব্যাঙ্ক কর্তারা জানিয়েছেন, “ব্যক্তিগত কোনও তথ্য ব্যাঙ্ক ছাড়া কোথাও অ্যাকাউন্টের জন্য দেবেন না। কোনও ওটিপি কাউকে শেয়ার করবেন না। টাকা খোয়া গেলে ব্যাঙ্কে জানাবেন। আতঙ্কিত হবেন না। ”












