সৌভিক মুখার্জী, কলকাতা: ইন্টারনেটে হঠাৎ করেই এক নতুন ট্রেন্ডের (New 3D Trending Image) ঝড় উঠেছে। হ্যাঁ, AI জেনারেটেড 3D ফিগারিন ট্রেন্ড! কয়েক মাস আগে GPT-4o বাজারে আসার পরই গিবলি স্টাইল ছড়িয়ে পড়েছিল গোটা ইন্টারনেটে। আর এবার গুগলের নতুন ইমেজ মডেল Gemini 2.5 Flash Image এর হাত ধরে বানানো Nano Banana তৈরি করেছে এই তুমুল হৈচৈ। তবে ঘাবড়ানোর কিছু নেই। আজ আমরা জানিয়ে দেব কীভাবে এক ক্লিকেই এই ধরনের ইমেজ বানিয়ে ট্রেন্ডে গা ভাসাবেন।
কী এই AI জেনারেটেড 3D ফিগারিন?
আসলে এখানে মানুষ নিজেদের ছবি আপলোড করছে এবং তার ভিত্তিতেই AI-কে কিছু নির্দেশ দিচ্ছে। আর মুহূর্তের মধ্যেই ছবিটিকে AI খুব সহজেই অ্যাকশন ফিগার বা কালেক্টেবেল টয়ের মতো ফিগারে রূপান্তর করে দিচ্ছে। শুধুমাত্র চরিত্র নয়, বরং AI প্যাকেজিং বক্স, ডেস্কে রাখা মডেল, এমনকি কম্পিউটার স্ক্রিনেও ফিগারের ডিজাইন প্রসেস দেখিয়ে দিচ্ছে। এর ফলে একেবারে বাস্তবের মতো দৃশ্য তৈরি হচ্ছে, যেন নতুন কোনও কালেকশন বাজারে আসতে চলেছে।
উল্লেখ্য, Nano Banana মডেলটি অন্যান্য AI ইমেজ জেনারেটরের তুলনায় অনেকটাই বেশি ডিটেইল এবং ফ্রেম ফলো করে। এর ফলে ছবিগুলো একদিকে যেমন সুন্দর হয়, অন্যদিকে অনেক সময় অদ্ভুত ভৌতিক দৃশ্যের মতোও মনে হচ্ছে। ফলত সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে। অনেকে মজা করে বলছে, নিজের খেলনা পুতুল বাজারে আনতে আর কারখানার দরকার নেই, AI-ই এখন যথেষ্ট।
কীভাবে বানাবেন AI জেনারেটেড 3D ফিগারিন?
এই মডেল বানানোর জন্য এখন AI স্টুডিওতে (https://aistudio.google.com/) ফ্রিতেই ব্যবহার করা যাচ্ছে Nano Banana। ব্যবহারকারীকে শুধুমাত্র একটি ছবি আর বিস্তারিত একটি প্রম্পট লিখতে হবে। ব্যাস, আপনার ছবি রেডি হয়ে যাবে। এক্ষেত্রে গুগল একটি ডেমো প্রম্পট দিয়েছে, যেখানে লেখা রয়েছে—
“Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, realistic style, placed on a computer desk. The figurine has a round transparent acrylic base. On the computer screen, show the 3D modeling process of this figurine. Next to it, add a toy packaging box designed like a collectible figure with original artwork.”
আরও পড়ুনঃ ৭৩ হাজার টাকা সস্তায় i10, GST-র গুঁতোয় দাম কমল Hundai-র গাড়ির, দেখুন নয়া রেট
এই প্রম্পটটি ব্যবহার করেই মানুষ নিজের ছবি বা অন্য কোনও চরিত্রকে একেবারে বাজারে বিক্রি হওয়া অ্যাকশন ফিগারের মতো ভিজ্যুয়ালে রূপান্তর করছে। বিশেষজ্ঞরা মনে করছে, যদি হাই রেজোলিউশনের ফুল লেংথ ছবি ব্যবহার করা হয়, তাহলে ফিগারিন অনেক বেশি বাস্তবসম্মত ডিজাইন বানিয়ে দেবে। চাইলে আলাদা আলাদা ভঙ্গি বা ডিজাইন চেঞ্জ করার জন্য প্রম্পট দিতে পারেন। তাই এখনই বানিয়ে ফেলুন এই নতুন ট্রেন্ডিং ছবি এবং ট্রেন্ডে গা ভাসান।