১.৫১ লক্ষ টাকা পর্যন্ত বেতন! DSSSB-তে প্রচুর গ্রুপ বি ও গ্রুপ সি নিয়োগ

Published on:

DSSSB Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে প্রচুর শূন্যপদে গ্রুপ বি ও গ্রুপ সি নিয়োগের (DSSSB Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম শিক্ষকতা যোগ্যতায় আবেদন করতে পারবে। এমনকি এখানে চাকরি পেলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ তুলে ধরা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

মূলত এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং মোট ৬১৫ টি শূন্যপদ রয়েছে। তবে প্রত্যেকটি পদে ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। যেমন—

  • স্ট্যাটিসটিক্যাল ক্লার্ক পদে ১১ টি শূন্যপদ রয়েছে,
  • অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর পদে ৭৮ টি শূন্যপদ রয়েছে,
  • ম্যাশন পদে ৫৮ টি শূন্যপদ রয়েছে,
  • টেকনিক্যাল সুপারভাইজার পদে ৯ টি শূন্যপদ রয়েছে,
  • অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদে ২ টি শূন্যপদ রয়েছে,
  • সার্ভেয়ার পদে ১৯ টি শূন্যপদ রয়েছে,
  • অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট পদে ৯৩ টি শূন্যপদ রয়েছে,
  • কেয়ারটেকার পদে ১১৪ টি শূন্যপদ রয়েছে।

এছাড়াও বিভিন্ন রকম পদ রয়েছে এবং প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এখানে প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন—

  • স্ট্যাটিসটিকাল ক্লার্ক পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ম্যাথমেটিক্স, স্ট্যাটিক্স বা ইকোনমিক্সে ডিগ্রি থাকতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
  • টেকনিক্যাল সুপারভাইজার পদে আবেদন করার জন্য রেডিওলজি বা রেডিওগ্রাফিতে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে।
  • সার্ভেয়ার পদে আবেদন করার জন্য ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা দরকার।
  • স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য উর্দু ভাষায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

এছাড়াও বিভিন্ন রকম পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

বয়স সীমা কত দরকার?

যেমনটা জানা যাচ্ছে, এখানে ১৮ থেকে ৩৭ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এই পদে চাকরি করলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে অন্যান্য ভাতাও যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে লিখিত পরীক্ষাটি দুটি ধাপে হবে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে DSSSB-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। তারপর নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
  • এরপর আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

বলে রাখা ভালো, এখানে General/OBC প্রার্থীদের আবেদন করার জন্য ১০০ টাকা ফি লাগবে। তবে অন্যান্যদের কোনওরকম ফি লাগবে না।

আরও পড়ুনঃ AI চুনোপুঁটি, আসল খেল দেখাবে চারগুণ ফাস্ট SI, জানুন এর কার্যক্ষমতা

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৮ আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

DSSSB Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥