তরুণ সমাজকে চালনা করছে কিছু অসাধু! প্রথমবার GenZ বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ওলি

Published:

KP Sharma Oli On Nepal Protest New Statement Report
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মাঝে পদত্যাগ করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সূত্রের খবর, শেষবারের মতো নেপাল সেনার শিবপুরি ব্যারাকে ছিলেন তিনি। আর সেখান থেকেই এবার প্রথমবারের মতো, দেশে ঘটে চলা Genz বিক্ষোভ নিয়ে মুখ খুললেন নেপালের পদচ্যুত প্রধানমন্ত্রী।

নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী, একটি লিখিত বার্তায় নেপালের সহিংস বিক্ষোভ নিয়ে শোক প্রকাশ করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী। ওলি লিখিত বয়ানে নেপালের জনগণের কাছে শান্তির আবেদন জানিয়েছেন (KP Sharma Oli On Nepal Protest)। সব পক্ষকে সহিংসা থেকে দূরে সরে এসে দেশে শান্তি বজায় রাখার করুণ আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি, দেশের তরুণ সমাজের বিক্ষোভের নেপথ্যে কালো হাতদেরও চিহ্নিত করেন ওলি!

বিক্ষোভ নিয়ে ওলির বক্তব্য

লিখিত বার্তায় নাকি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি দেশের তরুন-তরুণীদের প্রতি শ্রদ্ধা জানান। ঠিক সেই সময়ে ওলি বলেন, তাঁর কোনও সন্তান ছিল না। তবে বাবা হওয়ার ইচ্ছা কখনও মরে যায়নি। ওলি বলেন, ‘পরিবর্তনের লড়াইয়ে রাষ্ট্রের দেওয়া বাধা-বিপত্তির কারণে আমার কোনও সন্তান নেই, তবে পিতা হওয়ার ইচ্ছা কোনোদিনও মরে যায়নি।’ এরপরই, 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার মেয়াদের কথা স্মরণ করিয়ে ওলি বলেন, তাঁর প্রশাসনের তরফে কোনও গুলি চালানো হয়নি, বরং শান্তির প্রতি তারা প্রতিশ্রুতি বদ্ধ ছিলেন।

এরপরই দেশবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েই ওলির অভিযোগ, নেপালের তরুণ সমাজের মাথায় হাত বুলিয়ে তাদের চালনা করা হচ্ছে। ওলির কথায়, গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোতে হঠাৎ করেই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই পরিকল্পনা দীর্ঘদিনের। রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য কিছু অসাধু মানুষ নির্দোষ মুখগুলোকে ব্যবহার করছে। এক কথায়, GenZ বিক্ষোভের নেপথ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক উদ্দেশ্যকে টেনে বের করে আনার চেষ্টা করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী।

অবশ্যই পড়ুন: নয়া দিল্লিকে চ্যালেঞ্জ করেই দেশছাড়া হলাম! দুর্দশার দায় ভারতের উপর চাপালেন কেপি ওলি

ভারতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ওলি

নেপাল সেনার আশ্রয় থেকে লিখিত বার্তায় ভারত বিরোধী সুর চড়ান কেপি ওলি। তাঁর বক্তব্য ছিল, নয়া দিল্লিকে বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে গিয়েই আজ দেশছাড়া হলাম! ওলির কথায়, লিপুলেখ চিরকাল নয়া দিল্লি তাদের সম্পত্তি হিসেবে দাবি করে এসেছে, তবে নেপাল সরকার সেটা নিজেদের এলাকায় হিসেবে চিহ্নিত করায় আজ এমন পরিস্থিতিতে পড়তে হল। এছাড়াও, রামের জন্মভূমি নিয়ে ভারতের বিরুদ্ধাচারণের বিষয়েও মুখ খোলেন ওলি। আসলে 2020 সালের জুলাইয়ে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী ওলি দাবি করেছিলেন, রামের জন্মভূমি আসলে অযোধ্যা, যা নেপালের বীরগঞ্জের পশ্চিমে অবস্থিত। ওলির দাবি, রামের জন্মভূমি নিয়ে ভারতকে চ্যালেঞ্জ করাটাও আজ তার করুণ অবস্থার অন্যতম কারণ!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join