২৫ থেকে কমিয়ে ২১ করা হচ্ছে মদ কেনার বয়স ..!

Published on:

Updated on:

Excise Policy

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লি সরকারের আবগারী নীতি (Excise Policy) নিয়ে এবার গোটা দেশ দেওয়া শুরু হয়েছে তুমুল হৈচৈ। প্রস্তাব এসেছে, এবার বিয়ার কেনা বা খাওয়ার ন্যূনতম বয়স 25 বছর থেকে কমিয়ে 21 বছর আনা হোক। যদিও এখনো পর্যন্ত এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দিল্লি সহ পার্শ্ববর্তী এনসিআর শহরগুলিতে মদ বিক্রির নিয়মে বিরাট বদল আসবে।

দিল্লিতে নিয়ম সবথেকে কঠোর!

জানিয়ে রাখি, বর্তমানে দিল্লিতে মদ কেনা ও খাওয়ার বয়স ন্যূনতম 25 বছর যা দেশের মধ্যে সবথেকে বেশি। অন্যদিকে গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদের মতো শহরগুলিতে এই বয়স সীমা 21 বছর। ফলে 25 বছরের নীচে থাকা দিল্লির তরুণরা মদ কিনতে পার্শ্ববর্তী শহরে চলে যায়। এর ফলে দিল্লি সরকারের বিপুল পরিমাণে রাজস্ব ক্ষতি হয়। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে, অন্তত বিয়ার কেনার ক্ষেত্রে বয়সসীমা 21 করা হোক, তাতে রাজস্ব কিছুটা হলেও বাড়বে।

প্রসঙ্গত এ বিষয়ে আলোচনা করতে দিল্লি সরকারের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। জনপথ দপ্তরের মন্ত্রী প্রভেশ বর্মার নেতৃত্বে এই কমিটি মদ প্রস্তুতকারক থেকে শুরু করে খুচরা বিক্রেতা এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবুও খুব শীঘ্রই নতুন নিয়ম চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ মদ্যপ ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রী? ‘বিশেষ বন্ধু’র পোস্ট ঘিরে বাড়ছে রহস্য

সরকারের মূল লক্ষ্য কী?

প্রসঙ্গত, এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে, এই নতুন নীতির মূল উদ্দেশ্য শুধুমাত্র কর বাড়ানো নয়। সাধারণ মানুষের জন্য সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করে দেওয়াও মূল উদ্দেশ্য। বয়সসীমা কমলে একদিকে যেমন রাজস্ব বাড়বে, তেমনই এনসিআর অঞ্চলের সঙ্গে দিল্লির ব্যবধান অনেকটাই কমবে। তাই যদি বিয়ারের ক্ষেত্রে দিল্লিতে বয়স সীমা 21 বছর করা হয়, তাহলে হাজার হাজার তরুণ গুরগাঁও বা নয়ডার দিকে আর ছুটবে না। এতে দিল্লি সরকারের কোষাগারে কয়েকশো কোটি টাকার কর ঢুকবে বলে মনে করা হচ্ছে। এখন শুধু দেখার, এই নিয়ম কবে চালু হয়।

সঙ্গে থাকুন ➥