বাংলায় প্রথম! সাইবেরিয়ায় থাকা বিরল প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলল ফ্রেজারগঞ্জে

Published on:

sandpiper in fraserganj

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার মুকুটে নয়া পালক। এবার এক বিরল প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলল পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জের (Fraserganj) কার্গিল সমুদ্র সৈকতে। যে পাখিটিকে দেখা গিয়েছে সেটির নাম হল পেক্টোরাল স্যান্ডপাইপার। এই স্যান্ড পাইপারকে বাংলায় ‘কাদাখোঁচা’ পাখি বলা হয়। আর এবার এই কাদাখোঁচা পাখির বিরল প্রজাতির পাখিকে বাংলার বুকে আসতে দেখা গেল। যে পাখিটি এসেছে সেটি মূলত শীতপ্রধান জায়গায় থাকে। এহেন বিরল পাখিকে ঘিরে সকলের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়েছে।

বাংলায় দেখা মিলল বিরল প্রজাতির পরিযায়ী পাখি

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বুধবার কার্গিল সমুদ্র সৈকতে পাখিবিদ অগ্নিভ দাশগুপ্ত, শান্তনু ঘোষ, পত্রালি পাল এবং সৌম্যজিৎ তালুকদার এই পাখি দেখতে পেয়েছেন। এই পাখি মূলত উত্তর আমেরিকার আর্কটিক টুন্ড্রা এবং দক্ষিণ-পূর্ব সাইবেরিয়ার পেক্টোরাল স্যান্ডপাইপার শীতকালে দক্ষিণ আমেরিকায় ভ্রমণ করে। ভারতে এই প্রজাতিটি খুবই বিরল বলে মনে করা হয়। আন্দামান এবং পশ্চিম উপকূলে মাঝেমধ্যে এদের দেখা যায়। তবে বাংলার বুকে এই পাখির আগমন এক কথায় নতুন এবং বিরল।

কী বলছেন পাখিবিদরা?

বিশিষ্ট পাখিবিদ অগ্নিভ দাশগুপ্ত এ বিষয়ে জানান, “বাংলায়, স্যান্ড পাইপারদের ‘কাদাখোঁচা’ বলা হয়। নাম থেকেই বোঝা যায়, এই পাখিরা খাবারের সন্ধানে কাদামাটির সমতলভূমিতে পাড়ি জমায়। সুন্দরবন এবং বকখালি-ফ্রেসারগঞ্জের উপকূলীয় অঞ্চলে, সাধারণ, কাঠ, সবুজ এবং জলাভূমিতে এই স্যান্ড পাইপারের আগেও দেখা মিলেছে। তবে পেক্টোরাল স্যান্ড পাইপারের আসা একদম রেকর্ড।” পাখিবিদের মতে, তাদের ঠোঁট এবং পায়ের রঙ অন্যান্য বালি পাইপারের থেকে আলাদা।

আরও পড়ুনঃ EMI মিস হলেই লক হয়ে যাবে স্মার্টফোন, নতুন নিয়ম আনার পথে RBI

বার্ডওয়াচার্স সোসাইটির কৌশেও বাগচি এবং দলের অন্যান্য প্রবীণরা পাখিটি শনাক্ত করতে সাহায্য করেছিলেন। পেক্টোরাল স্যান্ডপাইপার হল একটি মাঝারি আকারের স্যান্ডপাইপার যা উত্তর আমেরিকা এবং সাইবেরিয়ান আর্কটিক উভয় অঞ্চলে প্রজনন করে। পাখিগুলিকে বেশিরভাগ শীতকালে দক্ষিণ আমেরিকায় দেখা যায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥