প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ এর স্মৃতি ফিরল আবার কলকাতায়! পুজোর মুখে কলকাতায় ঢুকল বিপুল অঙ্কের টাকা! বিহারের ভাগলপুর থেকে কলকাতাগামী এক যাত্রীবাহী বাস থেকে বিপুল টাকার পাহাড় উদ্ধার করল পূর্ব বর্ধমানের (Bardhaman) মেমারি থানার পুলিশ। রীতিমত মেশিন আনা হয়েছিল টাকা গুনতে আর তা দেখে হতচকিত সকলে।
বাস থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকা!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, গভীর রাতে পালসিট টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবোঝাই বাসে অভিযান চালায় পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। বাসটি ভাগলপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পুলিশি তল্লাশিতে মোট দু’টি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। টাকার পরিমাণ বেশি থাকায় তা গুনতে মেশিন আনা হয়েছে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে মোট ৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনা দেখে যাত্রীরা তাজ্জব, শোরগোল পড়ে যায় গোটা বাস জুড়ে।
নজরে রয়েছে তদন্তকারীদের দল
পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যাগ-সমেত গাড়িতে ওঠা যাত্রী শম্ভুনাথ ভার্মাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়াও বাসের দুই ড্রাইভার বাবলু দাস, নবীন কুমার সিং এবং খালাসি কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিপুল অর্থ সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছিল তারা? উদ্দেশ্যই বা কী ছিল, সেই প্রশ্নের সদুত্তোর এখনও জানা যায়নি। এমনকি এই অর্থ পাচারের সঙ্গে বিহারের কোনও যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়টিও নজরে রয়েছে তদন্তকারীদের। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুজোর সময়ে এই টাকা কোনো অবৈধ কাজে ব্যবহারের জন্যই আনা হচ্ছিল। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন: বাংলায় এই প্রথমবার দেখানো হবে ‘দ্য বেঙ্গল ফাইলস! কবে কোথায় জানুন
প্রসঙ্গত, পালসিট টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ অর্থ উদ্ধার নিয়ে বর্ধমানের পুলিশ সুপার জানিয়েছেন, “এ ধরনের ঘটনা পুজোর আগে নিরাপত্তার প্রশ্নে যথেষ্ট উদ্বেগজনক। আমরা আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখছি। এই টাকা কোথা থেকে এসেছে এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখন মূলত এই বিষয়গুলোর দিকেই কেন্দ্রীভূত।” ধৃত তিনজনের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তদন্তকারীদের অনুমান, ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।